দুর্দান্ত জয়ে সেমিতে জোকোভিচ

কোর্টে নামার আগে লড়তে হচ্ছিল চোটের সঙ্গে। হেরে বসেছিলেন প্রথম সেট। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্পেনের পাবলো কারেনো বুস্তাকে হারিয়ে ফরাসি ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2020, 09:05 AM
Updated : 8 Oct 2020, 09:05 AM

প্যারিসের রোলাঁ গারোঁয় বুধবার ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৪ গেমে জেতেন ১৭ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান তারকা।

আসরের প্রথম চার রাউন্ডে কোনো সেট না হারা জোকোভিচ কোর্টে আসেন ঘাড়ে টেপ পেঁচিয়ে। খেলার মাঝে বারবার ম্যাসাজ নিতে হচ্ছিল বাম হাতের মাংশপেশিতে। চোট ও বুস্তার চ্যালেঞ্জ সামলে শেষ পর্যন্ত জয়ীর বেশেই কোর্ট ছাড়েন ৩৩ বছর বয়সী তারকা।

চলতি বছর এখনও কোনো ম্যাচে হারেননি জোকোভিচ। ২০১৬ সালে ফরাসি ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা এই তারকা গত ইউএস ওপেনে এই বুস্তার বিপক্ষেই শেষ ষোলোর ম্যাচে দুর্ঘটনাক্রমে লাইন জাজকে বল দিয়ে আঘাত করে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন।

শেষ চারে জোকোভিচ লড়বেন গ্রিসের স্তেফানোস সিৎসিপাসের বিপক্ষে। রাশিয়ার আন্দ্রে রুবলেভকে ৭-৫, ৬-২, ৬-৩ গেমে হারিয়ে প্রথমবারের মতো ফরাসি ওপেনের সেমি-ফাইনালে ওঠেন ২২ বছর বয়সী সিৎসিপাস।

শেষ চারের আরেক ম্যাচে লড়বেন প্রতিযোগিতাটির রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও দিয়েগো শয়ার্টসমান।