৬ গোলের রোমাঞ্চে জার্মানিকে রুখে দিল তুরস্ক
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Oct 2020 02:49 AM BdST Updated: 08 Oct 2020 03:50 AM BdST
তিনবার এগিয়ে গিয়েও জেতা হলো না জার্মানির। পাল্টা জবাব দিয়ে প্রতিবারই সমতা ফেরাল তুরস্ক। দ্বিতীয়ার্ধে পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি শেষ পর্যন্ত সমতায় শেষ হয়েছে।
নিজেদের মাঠে বুধবার রাতের প্রীতি ম্যাচে তুরস্কের বিপক্ষে ৩-৩ ড্র করে জার্মানি।
উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের বিপক্ষে ম্যাচের আগে সম্ভাবনা জাগিয়েও স্বস্তির জয় পেল না ইওয়াখিম লুভের দল। গত মাসে প্রতিযোগিতাটিতে নিজেদের প্রথম দুই ম্যাচে স্পেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করেছিল জার্মানি।

২১তম মিনিটে এমরে কানের ক্রস পেয়ে ডি-বক্সের ভেতর থেকে লক্ষ্যভ্রষ্ট শটে হতাশা বাড়ান জার্মানির নিকো শুলজ।
প্রথমার্ধের শেষ দিকে ভালডসমিটের সুযোগ নষ্টের পর যোগ করা সময়ে উইলিয়ান ড্রাক্সলারের গোলে এগিয়ে যায় জার্মানি। পিএসজির এই জার্মান মিডফিল্ডার দুই ডিফেন্ডারের মাঝে অবস্থান নিয়ে ছিলেন আগে থেকে। কাই হাভার্টজের পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরার উচ্ছ্বাসে মাতে তুরস্ক। কাই আইহানের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জালে জড়িয়ে দেন ওজান তুফান।
তুরস্কের স্বস্তি উবে যায় দ্রুতই। ৫৮তম মিনিটে হাভার্টজের থেকে পাওয়া বল ডি-বক্সের একটু ভেতরে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের মিডফিল্ডার ফ্লোরিয়ান।

গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৮১তম মিনিটে ভালডসমিটের গোলে স্কোরলাইন ৩-২ করে নেয় জার্মানি। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কেননা কারামানের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তুরস্ক।
আগামী রোববার নেশন্স লিগের ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে জার্মানি।
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
-
২ হাজার খুদে দাবাড়ু নিয়ে স্কুল দাবা
-
মুক্তিযোদ্ধা সংসদকে গোলে ভাসাল রহমতগঞ্জ
-
লিডস থেকে ম্যানসিটিতে ফিলিপস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ