আতলেতিকো থেকে আর্সেনালে পার্টি

আতলেতিকো মাদ্রিদ থেকে টমাস পার্টিকে দলে টেনেছে আর্সেনাল। এই মিডফিল্ডারের রিলিজ ক্লজ ৫ কোটি ইউরো পরিশোধ করতে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2020, 10:03 AM
Updated : 6 Oct 2020, 10:03 AM

এক বিবৃতি দিয়ে সোমবার ঘানার এই ফুটবলারের সঙ্গে চুক্তি করার কথা জানায় আর্সেনাল।

২৭ বছর বয়সী পার্টিকে দলে নিতে পুরো গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে তার সঙ্গে যোগাযোগ চালিয়ে গেছে আর্সেনাল। শেষ পর্যন্ত সফল হয়েছে ক্লাবটি।

২০১১ সালে আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া পার্টি সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ১৮৮ ম্যাচ। লা লিগার গত মৌসুমে দিয়েগো সিমেওনের দলের হয়ে ৩৫ লিগ ম্যাচে তিন গোল করেন তিনি।

মাদ্রিদের ক্লাবটির হয়ে ২০১৭-১৮ মৌসুমে ইউরোপা লিগ ও ২০১৮ সালে উয়েফা সুপার কাপ জেতেন পার্টি। এরপর তার সঙ্গে ২০২৩ সালের জুন পর্যন্ত নতুন চুক্তি করে আতলেতিকো।

আর্সেনাল থেকে ধারে ২৪ বছর বয়সী উরুগুয়ের মিডফিল্ডার লুকাস তোরেইরাকে আতলেতিকোয় পাঠানো হয়েছে।