ওল্ড ট্র্যাফোর্ডে কাভানি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Oct 2020 03:37 PM BdST Updated: 06 Oct 2020 04:46 PM BdST
ফ্রি ট্রান্সফারে পিএসজির সাবেক স্ট্রাইকার এদিনসন কাভানিকে দলে টেনেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
৩৩ বছর বয়সী এই উরুগুইয়ান তারকার সঙ্গে এক বছরের চুক্তির বিষয়টি সোমবার এক বিবৃতিতে জানায় প্রিমিয়ার লিগের সফলতম দলটি। চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
গত জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় কাভানির। প্যারিসের দলটিতে সাত বছরের ক্যারিয়ারে রেকর্ড ২০০ গোল করার পাশাপাশি জেতেন ছয়টি লিগ শিরোপা। ২০০৭ সালে ইউরোপে পা রাখার পর ক্লাব ক্যারিয়ারে মোট ৫৫৬ ম্যাচে ৩৪১ গোল করেছেন তিনি। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৩৫ গোল। উরুগুয়ের হয়ে ১১৬ ম্যাচে করেছেন ৫০ গোল, জিতেছেন ২০১১ কোপা আমেরিকা।
আগামী ১৭ অক্টোবর প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডের ওই ম্যাচে নতুন ঠিকানায় অভিষেক হতে পারে কাভানির। এর তিন দিন পর চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সাবেক ক্লাব পিএসজির মুখোমুখি হওয়ার সম্ভাবনাও আছে তার।
গত মৌসুমের শেষ দিকে লিগে ভালো করে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করা ইউনাইটেডের এবারের আসরের শুরুটা ভালো হয়নি। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার ১৬ নম্বরে। গত রোববার তারা ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হারে ৬-১ ব্যবধানে।
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’
- ‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
- পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড