ইউভেন্তুসে তরুণ ফরোয়ার্ড চিয়েসা

ফিওরেন্তিনা থেকে দুই বছরের জন্য ধারে ইতালিয়ান ফরোয়ার্ড ফেদেরিকো চিয়েসাকে দলে টেনেছে ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2020, 05:39 PM
Updated : 5 Oct 2020, 05:39 PM

নিজেদের ওয়েবসাইটে ইতালিয়ান চ্যাম্পিয়নরা দলবদলের শেষ দিন সোমবার এক বিবৃতিতে জানায়, এই দুই বছরের জন্য মোট এক কোটি ইউরো গুনতে হবে তাদের; আগামী মৌসুমের জন্য ৩০ লাখ ইউরো আর ২০২১-২২ মৌসুমের জন্য ৭০ লাখ ইউরো।

চুক্তিতে ২২ বছর বয়সী এই খেলোয়াড়কে কিনে নেওয়ার সুযোগ আছে সেরি আ চ্যাম্পিয়নদের। সেক্ষেত্রে তাদের তিন বছরে দিতে হবে চার কোটি ইউরো। এর সঙ্গে চিয়েসার পারফরম্যান্সের ভিত্তিতে আরও এক কোটি ইউরো বাড়তে পারে।

মূলত গতির কারণে পরিচিত চিয়েসার গত মৌসুমটা দারুণ কাটে। ১১ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে সাতটি করান তিনি। সেরি আয় বর্তমান খেলোয়াড়দের মধ্যে কমপক্ষে ১২০ ম্যাচ খেলা সবচেয়ে কমবয়সী ফুটবলার হলেন চিয়েসা।