ইউভেন্তুস থেকে বায়ার্নে কস্তা

চলতি মৌসুমের জন্য ধারে ইউভেন্তুস থেকে বায়ার্ন মিউনিখে ফিরেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার দগলাস কস্তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2020, 03:39 PM
Updated : 5 Oct 2020, 03:39 PM

২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত জার্মানির সফলতম দলে ৭৭ ম্যাচে ১৪ গোল করেন কস্তা। এরপর সেরি আয় টানা তিন লিগ শিরোপা জিতে আবার বুন্ডেসলিগায় ফিরলেন ৩০ বছর বয়সী এই ফুটবলার।

ছবি: বায়ার্ন মিউনিখ

কস্তা ছাড়াও ইউরোপিয়ান দলবদলের শেষ দিনে পিএসজি থেকে ফরোয়ার্ড এরিক মাক্সিম চুপো-মোটিং ও এস্পানিওল থেকে ২৩ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার মার্ক রোকার দলে টানার বিষয়টি সোমবার ভিন্ন ভিন্ন বিবৃতিতে জানায় বায়ার্ন। তবে কারোরই ট্রান্সফার ফি সম্পর্কে বলা হয়নি।

৩১ বছর বয়সী ক্যামেরুনের স্ট্রাইকার চুপো-মোটিংয়ের সঙ্গে বায়ার্নের চুক্তি ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত।