চোট নিয়ে ছিটকে গেলেন স্টার্লিং

ছন্দে থাকা রাহিম স্টার্লিংকে হারাল ইংল্যান্ড। চোটের জন্য ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং উয়েফা নেশন্স লিগে বেলজিয়াম ও ডেনমার্কের বিপক্ষে খেলা হবে না এই মিডফিল্ডারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2020, 03:26 PM
Updated : 5 Oct 2020, 03:26 PM

ইংলিশ ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে দল থেকে স্টার্লিংয়ের ছিটকে যাওয়ার কথা জানায়। ম্যানচেস্টার সিটির এই খেলোয়াড়ের জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন চেলসির ডিফেন্ডার রিস জেমস।

একই সঙ্গে ট্যামি আব্রাহাম, বেন চিলওয়েল ও জেডন স্যানচোর দলের ক্যাম্পে দেরিতে যোগ দেবেন বলে জানায় ইংল্যান্ড। করোনাভাইরাস মহামারীর মাঝে আব্রাহামের জন্মদিনের পার্টিতে ছিলেন চিলওয়েল ও স্যানচো।

আগামী বৃহস্পতিবার ওয়েম্বলিতে ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলবে ইংল্যান্ড। এরপর নেশন্স লিগে রোববার বেলজিয়াম এবং এর তিন দিন পর ডেনমার্কের মুখোমুখি হবে গ্যারেথ সাউথগেটের দল।