ক্লাসিকোয় অনিশ্চিত আলবা

পায়ে চোট পেয়ে ছিটকে গেছেন বার্সেলোনার লেফট-ব্যাক জর্দি আলবা। এ মাসের শেষ সপ্তাহে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা জেগেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2020, 11:56 AM
Updated : 5 Oct 2020, 01:09 PM

পরীক্ষার পর সোমবার আলবার ডান পায়ের মাংশপেশিতে চোটের খবর নিশ্চিত করে কাতালান ক্লাবটি। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি।

এএসের প্রতিবেদনে বলা হয়েছে, খুব ইতিবাচক হলেও এমন চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তিন সপ্তাহের মতো সময় লাগে। আগামী ২৫ অক্টোবর মৌসুমের প্রথম ক্লাসিকোয় কাম্প নউয়ে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল।

লিগে ঘরের মাঠে রোববার সেভিয়ার বিপক্ষে ১-১ ড্র ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কিছু সময় অস্বস্তি নিয়ে খেলতে দেখা যায় আলবাকে। শেষ পর্যন্ত ৭৫তম মিনিটে সেচ্ছায় মাঠ ছাড়েন ৩১ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার।

তার জায়গায় বার্সেলোনার জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন আয়াক্স থেকে আসা যুক্তরাষ্ট্রের রাইট-ব্যাক সার্জিনো দেস্ত।