পয়েন্ট হারিয়েও কৌতিনিয়োর স্বস্তি

সেভিয়ার বিপক্ষে ম্যাচটা যে কঠিন হবে, জানত বার্সেলোনা। তাই পিছিয়ে পড়ার পর পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারায় কিছুটা স্বস্তি ফিলিপে কৌতিনিয়োর কণ্ঠে। সামনের পথচলায় আরও উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে হবে বলে মনে করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2020, 10:39 AM
Updated : 5 Oct 2020, 11:19 AM

কাম্প নউয়ে লা লিগার ম্যাচে রোববার রাতে ১-১ ড্র করে বার্সেলোনা। ম্যাচের শুরুতেই লুক ডি ইয়ং সেভিয়াকে এগিয়ে নেওয়ার দুই মিনিট পর সমতা ফেরান কৌতিনিয়ো।

ঘরের মাঠে পয়েন্ট হারানোয় হতাশা স্বাভাবিকভাবেই আছে, সতীর্থদের ভুলগুলো ঠিক করে নেওয়ার তাগিদ দিলেন কৌতিনিয়ো।

“ম্যাচটা কঠিন ছিল, বেশ কঠিন। তবে এরকম যে হবে, তা আমরা জানতাম। মৌসুম কেবল শুরু। আমরা এক পয়েন্ট পেয়েছি। এখন আন্তর্জাতিক বিরতি, আমাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। আশা করি, সবাই ভালোভাবে ফিরে আসবে।”

গত এক সপ্তাহে এটি ছিল বার্সেলোনার তৃতীয় ম্যাচ। প্রায় একই একাদশ নিয়ে ঠাসা সূচিতে ধারাবাহিকতা ধরে রাখা কঠিন, তবে সময়ের সঙ্গে তারা মানিয়ে নিতে পারবেন বলে আশাবাদী কৌতিনিয়ো।

“এক সপ্তাহের মধ্যে আমরা তিনটি ম্যাচ খেলেছি, যা কঠিন। তবে মৌসুম কেবল শুরু, সময়ের সঙ্গে আমরা মানিয়ে নিতে পারব।”

আন্তর্জাতিক বিরতির পর লিগে আগামী ১৮ অক্টোবর গেতাফের মাঠে খেলবে রোনাল্ড কুমানের দল।