লেভানদোভস্কির ৪ গোলে বায়ার্নের রোমাঞ্চকর জয়

বারবার রং পাল্টানো ম্যাচে হের্টা বার্লিনের বিপক্ষে পয়েন্ট হারাতে বসেছিল বায়ার্ন মিউনিখ। একার নৈপুণ্যে ব্যবধান গড়ে দিলেন রবের্ত লেভানদোভস্কি। তার দারুণ হ্যাটট্রিকে রোমাঞ্চকর এক জয় পেয়েছে হান্স ফ্লিকের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2020, 06:05 PM
Updated : 4 Oct 2020, 06:48 PM

আলিয়াঞ্জ অ্যারেনায় রোববার বুন্ডেসলিগার ম্যাচটি ৪-৩ গোলে জেতে বায়ার্ন। দলের চারটি গোলই করেন লেভানদোভস্কি।

৮-০ গোলের জয় দিয়ে আসর শুরু করা বায়ার্ন দ্বিতীয় ম্যাচে হফেনহাইমের মাঠে হেরেছিল ৪-১ গোলে। ওই হারের আগে-পরে সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ এবং বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জেতে গত মৌসুমের ট্রেবলজয়ীরা।

ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যেতে পারত বায়ার্ন, ডি-বক্সের ভেতর থেকে লেভানদোভস্কির শট পা দিয়ে ফেরান সফরকারী গোলরক্ষক। ৩৬তম মিনিটে টমাস মুলার হেডে বল জালে পাঠালেও ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোল দেননি রেফারি।

৪০তম মিনিটে জালের দেখা পায় বায়ার্ন। সতীর্থের কাট-ব্যাক পেয়ে কাছ থেকে লক্ষ্যভেদ করেন লেভানদোভস্কি। আলিয়াঞ্জ অ্যারেনায় এটি তার শততম গোল।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ক্রিস রিচার্ডসের বাড়ানো বল পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন গত মৌসুমে ৫৫ গোল করা লেভানদোভস্কি।

এরপর দারুণ দুই গোলে সমতা আনে সফরকারীরা। ৫৯তম মিনিটে কর্দোবা ব্যবধান কমানোর পর ৭১তম মিনিটে সমতাসূচক গোলটি করেন মাথেউস কুনিয়া।

৮৫তম মিনিটে লেভানদোভস্কির হ্যাটট্রিক পূর্ণ করা গোলে ফের এগিয়ে যায় বায়ার্ন। তিন মিনিট পর জেসিকের গোলে আবার সমতায় ফেরে হের্টা। লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় শিরোপাধারীরা।

তবে, যোগ করা সময়ের তৃতীয় মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে লেভানদোভস্কি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বায়ার্ন। সফল স্পট কিকে নায়কের বেশে মাঠ ছাড়েন লেভানদোভস্কি।

তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এলো বায়ার্ন। সমান ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট করে তাদের ওপরে যথাক্রমে লাইপজিগ, আউক্সবুর্ক ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট।