দুঃসময়ে আরও বেশি ঐক্য প্রয়োজন, শিষ্যদের জিদান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Oct 2020 09:36 PM BdST Updated: 03 Oct 2020 09:37 PM BdST
একের পর এক খেলোয়াড় চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে যাচ্ছেন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, এখন রাইট-ব্যাকই পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। এমন জটিল অবস্থায় খেলোয়াড়দের আরও বেশি ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিলেন কোচ জিনেদিন জিদান।
বাঁ পায়ের পেশিতে চোট পেয়ে শনিবার এক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান ডিফেন্ডার আলভারো ওদ্রিওসোলা। আগের দিন হাঁটুর চোটে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যান আরেক রাইট-ব্যাক দানি কারভাহাল। চোটের কারণে আগে থেকেই দলের বাইরে রয়েছেন এদেন আজার, টনি ক্রুস, এদের মিলিতাও, মারিয়ানো দিয়াস।
লা লিগায় রোববার লেভান্তের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে জিদান জানালেন, খেলোয়াড়দের চোট নিয়ে তেমন চিন্তিত নন তিনি।
“মাঝে মাঝে খেলোয়াড়রা চোটে পড়ছে। তবে আমরা কোনো অজুহাত খুঁজছি না। আমার স্কোয়াডের খেলোয়াড়রা সবাই দক্ষ…পরিস্থিতি জটিল হতে পারে। তবে একসঙ্গে আমরা খুব ভালো কিছু করতে পারি।”
“চোট নিয়ে আমি চিন্তিত নই। তবে বিষয়টি আমার পছন্দও নয়। এটি ফুটবলারদের নিয়ে আমাকে বিরক্ত করে, কারণ তারা খেলতে পারে না।”
সমালোচকদের কথায় কান না দিয়ে খেলোয়াড়দের মাঠের খেলায় ভালো করার তাগিদ দিলেন ফরাসি কিংবদন্তি।
“আমরা যখন মাঠে থাকি তখন আমাদের ভালো করার চেষ্টা করতে হবে। বাকি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। সবসময় আমাদের সমালোচনা করা হয়...এসব আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কঠিন সময়ে আমাদের আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে।”
-
মারিয়া-কৃষ্ণাদের তৃপ্তি-অতৃপ্তি
-
১৭টি কর্নার পেয়েও কাজে লাগাতে না পারার আক্ষেপ ছোটনের
-
‘সুযোগ কাজে লাগিয়ে’ দিবালাকে ইন্টারে চান মিলিতো
-
দ্বিতীয় ম্যাচে ড্র করে সিরিজ জিতল বাংলাদেশ
-
দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে কিংসের জয়
-
বিশ্বকাপে খেলা নিয়ে নিশ্চিত নন দি মারিয়া
-
উইম্বলডনে ফেদেরারের অভাব অনুভব করছেন নাদাল
-
টিভিতে আজ
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ