নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে হলে নিজেদের সেরাটা দিতে হবে, বলছেন ম্যানচেস্টার সিটির কোচ।
মানের কোভিড-১৯ পজিটিভ আসার কথা শনিবার বিবৃতি জানায় লিভারপুল। সেনেগালের ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের শরীরে মৃদু উপসর্গ রয়েছে।
লিভারপুলের প্রথম করোনাভাইরাস পজিটিভ খেলোয়াড় হলেন বায়ার্ন মিউনিখ থেকে চলতি মৌসুমে এখানে যোগ দেওয়া থিয়াগো আলকান্তারা। গত মঙ্গলবার এই স্প্যানিশ মিডফিল্ডারের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তিনিও আছেন আইসোলেশনে।
ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে চলতি মৌসুমে তিন গোল করা মানে আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে স্বাভাবিকভাবে খেলতে পারবেন না। দলে থাকছেন না আলকান্তারাও।
সবশেষ পরীক্ষায় ১০ জনের করোনাভাইরাস পজিটিভ আসার খবর গত সোমবার দিয়েছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। মৌসুম শুরুর পরে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।