দেম্বেলেকে বিক্রির গুঞ্জন উড়িয়ে দিল বার্সা

উসমান দেম্বেলেকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বার্সেলোনা বিক্রি করে দিচ্ছে বলে গুঞ্জন চলছে স্পেনের সংবাদমাধ্যমে। তবে এর সবই গুজব বলে উড়িয়ে দিয়েছেন কাতালান ক্লাবটির টেকনিক্যাল সেক্রেটারি রামোন প্লানেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2020, 03:22 PM
Updated : 2 Oct 2020, 03:22 PM

২০১৭ সালের অগাস্টে নেইমার কাম্প নউ ছেড়ে পিএসজিতে চলে যাওয়ার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শূন্যতা পূরণে দেম্বেলেকে দলে টেনেছিল বার্সেলোনা। কিন্ত নিজের সামর্থ্যের প্রতিফলন দেখাতে পারেননি এই ফরাসি ফরোয়ার্ড। বরং একের পর এক চোটে অনেকটা সময় কেটেছে তার মাঠের বাইরে।

চলতি ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে ইউনাইটেড তাকে দলে টানতে পারে বলে কিছুদিন ধরে খবর আসছে সংবাদমাধ্যমে। তবে শুক্রবার স্প্যানিশ পত্রিকা এএসকে দেওয়া সাক্ষাৎকারে প্লানেস জানান, ইংলিশ ক্লাবটির সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি তাদের। 

“ইউনাইটেডের সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি, আলোচনার খবর পুরোপুরি অস্বীকার করছি। সে এমন একজন খেলোয়াড় যার ওপর আমরা নির্ভর করি, অনেক নির্ভর করি।” 

“আমরা আশা করছি, এই মৌসুমে তার খেলা উপভোগ করব। আমাদের সঙ্গে তার ভালো একটি মৌসুম কাটবে।”

নতুন মৌসুমে লা লিগায় বার্সেলোনার প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে বদলি নেমে শেষ ২০ মিনিট খেলা দেম্বেলে পরের ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে মাঠে নামার সুযোগ পাননি।