লংলের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবে বার্সেলোনা

মাঠেই রেফারির সিদ্ধান্ত নিয়ে উষ্মা জানিয়েছিলেন মেসি-পিকেরা। এবার বার্সেলোনাও জানাল, ক্লেমোঁ লংলের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2020, 11:34 AM
Updated : 2 Oct 2020, 11:34 AM

লা লিগায় গত বৃহস্পতিবার সেল্তা ভিগোর মাঠে ৩-০ গোলে জেতা ম্যাচের ৪২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার লংলে।

সেল্তার দেনিস সুয়ারেসকে অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন লংলে। অবশ্য সিদ্ধান্তটি নিয়ে অসন্তোষ দেখা যায় বার্সেলোনার খেলোয়াড়দের মাঝে। প্রতিবাদ করায় হলুদ কার্ড দেখেন জেরার্দ পিকে। রেফারির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় অধিনায়ক মেসিকে।

দ্বিতীয় হলুদ কার্ডটি লংলের প্রাপ্য ছিল না বলে মনে করে বার্সেলোনা। এজন্য লা লিগার কম্পিটিশন কমিটিকে সিদ্ধান্তটি পর্যালোচনার জন্য আবেদন জানাবে তারা।

রেফারির রিপোর্টে বলা হয়েছে বাহু দিয়ে দেনিসের মাথায় আঘাত করেছেন লংলে। কিন্তু বার্সেলোনার দাবি লংলে তা করেনি।