মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিল উয়েফা

উয়েফা সুপার কাপের সাফল্য দেখে গ্যালারিতে দর্শক রাখার অনুমতি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- উয়েফা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2020, 08:02 PM
Updated : 1 Oct 2020, 08:07 PM

এক বিবৃতিতে বৃহস্পতিবার উয়েফা জানায়, স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ইউরোপীয় ক্লাব ও জাতীয় দলের প্রতিযোগিতাগুলোয় স্টেডিয়ামের ধারণক্ষমতার ৩০ শতাংশ পর্যন্ত দর্শক প্রবেশ করতে পারবে।

করোনাভাইরাস পরিস্থিতির মাঝে গত ২৪ সেপ্টেম্বর উয়েফা সুপার কাপের ম্যাচে পরীক্ষামূলকভাবে ২০ হাজার দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দিয়েছিল উয়েফা। বুদাপেস্টে সেভিয়া ও বায়ার্ন মিউনিখের সেই ম্যাচটি ছাড়া গত জুনে ফুটবল মাঠে ফেরার পর উয়েফার সব ম্যাচ হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে।

উয়েফা জানায়, মাঠে দর্শক প্রবেশ এবং কতজন প্রবেশ করতে পারবে; সবকিছু নির্ভর করবে স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। যেখানে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি মিলবে না, সেখানে মাঠে দর্শক নিয়ে ম্যাচ হতে পারবে না।    

বাইরের দর্শক মাঠে প্রবেশের অনুমতি পাবে না। আর যারা মাঠে ঢুকবে তাদের অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। মাস্ক পরাসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী অন্যান্য স্বাস্থ্যবিধিও মানতে হবে।