করোনাভাইরাস: জেনোয়া-তোরিনো ম্যাচ স্থগিত

জেনোয়ার খেলোয়াড় ও স্টাফসহ মোট ১৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তোরিনোর বিপক্ষে তাদের সেরি আর ম্যাচ স্থগিত করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2020, 03:17 PM
Updated : 1 Oct 2020, 03:17 PM

লিগ কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। আগামী শনিবার ঘরের মাঠে তোরিনোর মুখোমুখি হওয়ার কথা ছিল জেনোয়ার।

সেরি আর নিয়ম অনুযায়ী, কোনো দলের গোলরক্ষকসহ কমপক্ষে ১৩ জন খেলোয়াড় খেলার অবস্থায় থাকলে তাদের ম্যাচ সূচি অনুযায়ী হবে। এরপরও যদি তারা খেলতে না পারে, তাহলে তাদের ৩-০ গোলে হার মেনে নিতে হবে। উয়েফাও এই নিয়ম ব্যবহার করছে।

তবে এক সপ্তাহের মধ্যে কোনো দলের অন্তত ১০ জনের কোভিড-১৯ পজিটিভ এলে হারের পরিবর্তে মৌসুমে একবার তাদের ম্যাচ স্থগিতের অনুমতি পাবে।