বার্সায় আসছেন ডিফেন্ডার দেস্ত

বার্সেলোনায় নাম লেখাতে যাচ্ছেন নেদারল্যান্ডসে জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের তরুণ ডিফেন্ডার সের্জিনো দেস্ত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2020, 04:57 PM
Updated : 30 Sept 2020, 04:57 PM

গণমাধ্যমের খবর, আয়াক্সের এই ১৯ বছর বয়সী ফুটবলারের ট্রান্সফার ফি দুই কোটি ইউরো।

আয়াক্সের একাডেমিতে বেড়ে ওঠা দেস্ত ডাক্তারি পরীক্ষার জন্য এই মুহূর্তে বার্সেলোনায় আছেন। বুধবার সংবাদ সম্মেলনে কুমান জানান, যুক্তরাষ্ট্রের রাইট ব্যাকের কাম্প নউয়ে আসা প্রায় নিশ্চিত।

“সের্জিনো তার ডাক্তারি পরীক্ষা করছে। তার এখনও চুক্তিতে সই করা বাকি। তবে তার চুক্তি হওয়াটা প্রায় নিশ্চিত।”

দেস্তের জন্ম নেদারল্যান্ডসে। ডাচ মা ও সুরিনামিজ-আমেরিকান বাবার সন্তান খেলেন যুক্তরাষ্ট্রের হয়ে।

২০১৬ সালে ব্রাজিলের দানি আলভেস চলে যাওয়ার পর থেকেই নির্ভরযোগ্য রাইট-ব্যাক খুঁজছে বার্সেলোনা। চলতি দলবদলে পর্তুগালের নেলসন সেমেদো চলে যাওয়ায় আপাতত সের্হি রবের্তোকে দিয়ে কাজ চালাচ্ছে কাতালান দলটি।

কুমার জানান, একজন স্ট্রাইকারও দলে নেওয়ার চেষ্টা করছে বার্সেলোনা।