ইউরোপা লিগের ফাইনালে হারার পর রোমা কোচ অকপটে জানিয়ে দিলেন, রানার্স আপ পদকের প্রতি কোনো টান নেই তার।
প্যারিসের রোলাঁ গারোঁয় মঙ্গলবার ২০ মিনিটেই প্রথম সেট জিতে নেন ১৭ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা। সব মিলে এক ঘণ্টা ৩৮ মিনিটে ম্যাচ জিতে নেন ৬-০, ৬-২, ৬-৩ গেমে।
পরের রাউন্ডে ৩৩ বছর বয়সী এই সার্বিয়ানের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের ৬৬ নম্বরে থাকা লিথুয়ানিয়ার রিচার্দাস বেরাঙ্কিস।
চলতি বছর এখনো কোনো ম্যাচে হারেননি জোকোভিচ। ২০১৬ সালে ফরাসি ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করা এই তারকা গত ইউএস ওপেনে শেষ ষোলোর ম্যাচে দুর্ঘটনাক্রমে লাইন জাজকে বল দিয়ে আঘাত করে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন।