বিপণনের জগতে রোনালদোর ওপরে মেসি

আর্জেন্টিনা ও বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি বিপণনের জগতে সবচেয়ে আকর্ষণীয় অ্যাথলেট। স্পোর্টসপ্রো ২০২০-এর বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ অ্যাথলেটের তালিকায় পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা এই আর্জেন্টাইন ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2020, 12:12 PM
Updated : 29 Sept 2020, 01:44 PM

তালিকার শীর্ষ পাঁচে ফুটবলার এই দুই জনই। তিনে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস, চারে ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। পরের স্থানটিতে আছেন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো। শীর্ষ দশে একমাত্র নারী অ্যাথলেট কানাডার এই টেনিস তারকা।

ছয় নম্বরে আছেন পিএসজির ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। পরের দুটি স্থানে ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা ও রাশিয়ান মিক্সড মার্শাল আর্টিস্ট খাবিব নমাগোমেদভ। সেরা দশে থাকা অন্য দুইজন ফুটবলার- মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা।

স্পোর্টসপ্রো এই সমীক্ষা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাথলেটদের ফলোয়ার, সময়ের সঙ্গে ফলোয়ার বৃদ্ধি, তাদের মিডিয়া ভ্যালুসহ বেশ কিছু বিষয় বিচেনায় নিয়ে।

স্পোর্টসপ্রো ২০২০-এর শীর্ষ দশ

ক্রম.

নাম

দেশ

বয়স

যে খেলার সঙ্গে যুক্ত

০১

লিওনেল মেসি

আর্জেন্টিনা

৩৩

ফুটবল

০২

ক্রিস্তিয়ানো রোনালদো

পর্তুগাল

৩৫

ফুটবল

০৩

লেব্রন জেমস

যুক্তরাষ্ট্র

৩৫

বাস্কেটবল

০৪

রিবাট কোহলি

ভারত

৩১

ক্রিকেট

০৫

বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো

কানাডা

২০

টেনিস

০৬

নেইমার

ব্রাজিল

২৮

ফুটবল

০৭

খাবিব নমাগোমেদভ

রাশিয়া

৩২

মিক্সড মার্শাল আর্ট

০৮

রোহিত শর্মা

ভারত

৩৩

ক্রিকেট

০৯

মোহামেদ সালাহ

মিশর

২৮

ফুটবল

১০

পাওলো দিবালা

আর্জেন্টিনা

২৬

ফুটবল