মেদভেদেভের বিদায়, দ্বিতীয় রাউন্ড নাদাল

ফরাসি ওপেনে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আসরের ১২ বারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও ইউএস ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক টিম। তবে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন কিছুদিন আগে ইউএস ওপেনের ফাইনালে খেলা দানিল মেদভেদেভ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2020, 09:19 AM
Updated : 29 Sept 2020, 10:16 AM

প্যারিসের রোঁলা গারোঁয় সোমবার দুই ঘণ্টা পাঁচ মিনিটের লড়াইয়ে র‌্যাঙ্কিংয়ের ৮৩ নম্বর খেলোয়াড় ইগর গেরাসিমভকে ৬-৪, ৬-৪, ৬-২ গেমে হারান নাদাল।

পুরুষ এককে রজার ফেদেরারের সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার লক্ষ্যে থাকা ৩৪ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড পরের রাউন্ডে লড়বেন র‌্যাঙ্কিংয়ের ২১১ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিপক্ষে।

একই দিন ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে হারান টিম। তৃতীয় বাছাই এই অস্ট্রিয়ানের এবারের প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা যুক্তরাষ্ট্রের জ্যাক সক।

দানিল মেদভেদেভ

হাঙ্গেরির মার্তন ফুচোভিচের বিপক্ষে ৪-৬, ৬-৭ (৩-৭), ৬-২, ১-৬ গেমে হেরে যান চার নম্বর বাছাই রাশিয়ার মেদভেদেভ।

মেয়েদের এককে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন গতবারের ফাইনালিস্ট চেক রিপাবলিকের মারকেতা ভন্দ্রওশোভা।