করোনাভাইরাসে আক্রান্ত জেনোয়ার ১৪ জন

তোরিনোর বিপক্ষে মাঠে নামার আগে বড় একটা ধাক্কা খেয়েছে জেনোয়া। খেলোয়াড় ও স্টাফসহ মোট ১৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সেরি আর ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2020, 09:18 AM
Updated : 29 Sept 2020, 09:18 AM

এক বিবৃতিতে সোমবার জেনোয়া জানায়, এরই মধ্যে প্রোটকল অনুযায়ী সব ব্যবস্থা নিয়েছে তারা।

এর আগে ইতালিয়ান দলটির ডেনিশ মিডফিল্ডার লাসে শোনে ও গোলকিপার মাত্তিয়া পেরিনের কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার খবর আসে। তবে এবার আর কারো নাম প্রকাশ করেনি জেনোয়া।

নাপোলির বিপক্ষে রোববারের ম্যাচে ৬-০ গোলে হারা দলটির আগামী শনিবার তোরিনোর সঙ্গে খেলার কথা রয়েছে।