রেফারির ভুল দেখছেন না রামোস
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2020 06:45 PM BdST Updated: 27 Sep 2020 06:45 PM BdST
রিয়াল বেতিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জয়খরা কাটালেও ভিএআর বিতর্ক তাদের পিছু ছাড়েনি। ম্যাচের গতিপথ পাল্টে দেওয়া দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিজয়ীদের পক্ষে যাওয়ায় রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন বেতিস কোচ মানুয়েল পেল্লেগ্রিনি।
তবে রিয়াল অধিনায়ক সের্হিও রামোসের মতে, ভিএআরের সহায়তায় সঠিক সিদ্ধান্তই নিয়েছেন রেফারি।
বেতিসের মাঠে শনিবার পেনাল্টি থেকে দলের জয়সূচক গোলটি করেন রামোস। ম্যাচের ৮২তম মিনিটে ফেদে ভালভেরদেকে ডি-বক্সে মার্ক বার্ত্রা ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। এর আগে ৬২তম মিনিটে লুকা ইয়োভিচ পেছন থেকে ফাউলের শিকার হলে ভিএআর দেখে বেতিসের এমেরসনকে লাল কার্ড দেখান রেফারি।
ম্যাচে ভালো অবস্থায় থেকেও হারতে হওয়ায় ভিএআর নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বেতিস কোচ পেল্লেগ্রিনি। পরে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন রামোস।
“নির্দিষ্ট ঘটনা সম্পর্কে আমি মন্তব্য করতে পারি না। আমাদের যা বলা হয়েছিল তা হলো, সেটা ছিল পরিষ্কার পেনাল্টি; তবে এ নিয়ে এখন আর কিছু করার নেই।”
“কিছু সিদ্ধান্তু আমাদের পক্ষে আসে, আবারও কখনও তা বিপক্ষে যায়, এটাই ফুটবল। সম্ভাব্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্যই রেফারি দায়িত্ব পালন করেন। আমি মনে করি না তারা কখনও উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত দেন।”
ম্যাচ শেষে একই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানকেও। যা হয়েছে, ঠিক হয়েছে বলে মনে করেন তিনিও।
-
নিবেদন আর প্রেরণা দিয়ে ফাইনাল জেতা যাবে না: আনচেলত্তি
-
গ্র্যান্ড স্ল্যামে ফেরা জোকোভিচের দারুণ জয়
-
মোহনবাগানের জয়ে স্বপ্নভঙ্গ কিংসের
-
শরনার্থীদের সাহায্যে নিলামে উঠবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের বল
-
এখন এমবাপেকে নিয়ে কথা বলার সময় নয়: বেনজেমা
-
‘কাজ এখনও শেষ হয়নি’ রিয়াল ম্যাচের আগে সালাহ
-
‘দলে জায়গা পাওয়ার চ্যালেঞ্জ থাকা ভালো’
-
গোকুলামকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল কিংস
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- এমন উদ্ভট কথা ‘বলতেই পারেন না’ সিইসি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে