লা লিগায় কোচ জিদানের জয়ের সেঞ্চুরি

লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে জয়ে দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। স্পেনের শীর্ষ ফুটবলে মাদ্রিদের দলটির কোচ হিসেবে এটি তার শততম জয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2020, 11:39 AM
Updated : 27 Sept 2020, 11:39 AM

আসরে নিজেদের প্রথম মাচ ড্র করার পর বেতিসের মাঠে শনিবার রিয়ালের জয়টি ৩-২ গোলে। রিয়ালের ডাগআউটে লিগে ১৪৭তম ম্যাচে এসে শততম জয়ের দেখা পেলেন ২০১৬-১৭ ও ২০১৯-২০ আসরে শিরোপা জেতা জিদান।

ক্লাবটির ইতিহাসে লিগে তার চেয়ে বেশি ম্যাচ জিতেছেন কেবল মিগুয়েল মুনোস, ২৫৭টি।

রিয়ালের ডাগআউটে জিদানের প্রথম জয়টি ছিল ২০১৬ সালের ৯ জানুয়ারি, নিজের প্রথম ম্যাচে দেপোর্তিভোর বিপক্ষে ৫-০ ব্যবধানে। ঘরের মাঠে জিতেছেন মোট ৫৫ ম্যাচ, প্রতিপক্ষের মাঠে ৪৫টিতে।

এক মৌসুমে তার সবচেয়ে বেশি জয় ২০১৬-১৭ আসরে, ২৯টি। গত আসরে জিতেছিলেন ২৬ ম্যাচ। জিদানের কোচিংয়ে লিগে মোট ৩৪২ গোল করেছে দল, খেয়েছে ১৪২টি।