কোনো আক্ষেপ নেই বেলের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2020 08:52 PM BdST Updated: 25 Sep 2020 09:03 PM BdST
সমালোচনায় আরও পরিণত হয়েছেন গ্যারেথ বেল। শিখেছেন, বিরুদ্ধ পরিস্থিতিতে কীভাবে লড়াই করতে হয়। শেষ দিকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও রিয়াল মাদ্রিদ ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই ওয়েলসের এই ফরোয়ার্ডের।
গত শনিবার রিয়াল থেকে ধারে এক বছরের জন্য নিজের পুরনো ঠিকানায় ফেরেন বেল। ২০১৩ সালে ওই সময়ের রেকর্ড ট্রান্সফার ফি সাড়ে আট কোটি পাউন্ডে টটেনহ্যাম থেকে রিয়ালে যোগ দিয়ে অধিকাংশ সময় চোট সমস্যায় ভুগেছেন তিনি। সঙ্গে ছিল ফর্মের ওঠানামা। গত দুই মৌসুমে মাঠে ছিলেন অনিয়মিত। নতুন মৌসুমে কোচ জিদানের পরিকল্পনায় না থাকায় এই তারকা নিজেই চাইছিলেন সমাধান।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ৩১ বছর বয়সী বেল জানান, নিয়মিত খেলতে পারাটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তার কাছে।
“না, আমার কোনো আক্ষেপ নেই। আমি কেবল ফুটবল খেলতে চাই। আমি এটাই করতে পারি। বাকি সবকিছু, বাইরে থেকে যেগুলো বলা হচ্ছে তা আমার নিয়ন্ত্রণের বাইরে।”
“এটা পরিষ্কার যে ভিন্ন একটা সংস্কৃতি, ভিন্ন একটা দেশ ব্যক্তি হিসেবে একজনকে গড়ে তোলে এবং আমি এটা ফুটবলার হিসেবে বলছি না। উদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হওয়া শিখতে হবে…অবশ্যই আমি সীমাহীন চাপের মধ্যে ছিলাম। এমন লোকও আছেন যারা স্টেডিয়ামের ভেতর আমাকে দুয়ো দিয়েছিলেন।”
বেলের দাবি রিয়ালে খেলার চাপ এবং তাকে ঘিরে হওয়া সমালোচনায় আরও দৃঢ় হয়েছেন তিনি।
“এই সব বিষয়গুলো খুব বেশি গুরুত্বের সঙ্গে বা খুব বেশি ব্যক্তিগতভাবে না নিতে শিখেছি, এর সঙ্গেই আমার নিত্য বাস। এটাই ফুটবল।”
অনেকেই বেলের রিয়াল ছাড়ার পেছনে দেখেন কোচ জিনেদিন জিদানের হাত। লা লিগায় রিয়ালের দ্বিতীয় ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলেন স্বাভাবিকভাবে এলো বেলের প্রসঙ্গ। জিদান স্রেফ শুভ কামনা জানিয়েই এই অধ্যায়ের সমাপ্তি টানলেন।
“আমি বেলের উত্তর দেব না। ভবিষ্যতের জন্য আমরা তার মঙ্গল কামনা করি। এখন আমরা এখানে নিজেদের কাজে মনোযোগ দিচ্ছি।”
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’