‘এমন বিদায় তোমার প্রাপ্য নয়’, সুয়ারেসকে মেসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Sep 2020 06:12 PM BdST Updated: 25 Sep 2020 06:12 PM BdST
যেভাবে লুইস সুয়ারেসকে বিদায় দেওয়া হয়েছে তা একদমই পছন্দ হয়নি লিওনেল মেসির। বার্সেলোনা অধিনায়কের মতে, কাম্প নউয়ে নিজেকে উজাড় করে দেওয়া উরুগুয়ের স্ট্রাইকারের এমন বিদায় প্রাপ্য নয়।
এক যুগে প্রথমবারের মতো ট্রফিশূন্য মৌসুম কাটানোর পর নিজেদের নতুন করে গুছিয়ে নিচ্ছে বার্সেলোনা। একে একে দল ছেড়েছেন ইভান রাকিতিচ, আর্তুরো ভিদাল, নেলসন সেমেদো ও সুয়ারেস।
নতুন কোচ রোনাল্ড কুমান দায়িত্ব নেওয়ার পর সুয়ারেসকে জানান, নতুন মৌসুমের পরিকল্পনায় নেই তিনি। বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার।
ক্লাবের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতার বিদায় বেলার পরিস্থিতি মেসির মনে গভীর দাগ কেটেছে। ইন্সটাগ্রামে প্রিয় বন্ধুকে জানানো আবেগঘন বিদায়ী বার্তায় রয়েছে এর ছাপ।
“তুমি যেমন, ঠিক তেমন একটা বিদায় তোমার প্রাপ্য; ক্লাবটির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন, দলীয় ও ব্যক্তিগতভাবে অনেক কিছু জিতেছ।”
বোর্ডের কাজে মোটেও সন্তুষ্ট নন মেসি। বার্তায় নিজের মনোভাব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন তিনি।
“সত্যিটা হলো, আমাকে আর কোনো কিছুই অবাক করে না।”
দীর্ঘ ছয় বছর যার সঙ্গে মাঠ ও মাঠের বাইরে অনেক কিছু ভাগাভাগি করেছেন, তাকে ছাড়া সামনের দিনগুলো কেমন হবে তা ভাবতেই পারছেন না মেসি।
“আজ আমি ড্রেসিংরুমে গিয়েছিলাম, সত্যিই আমি তোমার অভাব বুঝতে পেরেছি। মাঠ ও মাঠের বাইরের দিনগুলো ভাগাভাগি করতে না পারাটা কতই না কঠিন হবে।”
এখন থেকে সুয়ারেস প্রতিপক্ষ। তাকে দেখা যাবে ভিন্ন এক জার্সিতে। ব্যাপারটা অদ্ভূত লাগছে মেসির কাছে।
“তোমাকে অন্য জার্সিতে অদ্ভুত দেখাবে এবং আরও অদ্ভুত লাগবে তোমার বিপক্ষে খেলার সময়।”
“নতুন চ্যালেঞ্জে তোমাকে শুভকামনা। অনেক ভালোবাসি তোমায়। শিগগির আবার দেখা হবে, বন্ধু আমার।”
-
রিয়ালে যাচ্ছেন না এমবাপে, থাকছেন পিএসজিতেই!
-
ইপিএলের সেরা খেলোয়াড় ডে ব্রুইনে
-
অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের সঙ্গে নিজের মিল দেখছেন কাফু
-
কোয়াড্রপল জয়ের আশায় সালাহ, ‘চাপ নেই’ বলছেন ক্লপ
-
প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারল বাংলাদেশ
-
কলকাতায় ২-০ গোলে পিছিয়ে বিরতিতে বসুন্ধরা কিংস
-
‘ব্রাজিলের বিশ্বকাপ না জেতাটা হবে ব্যর্থতা’
-
আবারও ইপিএলের সেরা উদীয়মান ফোডেন
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- অবশিষ্ট যোদ্ধাদের আত্মসমর্পণ, শেষ হল ইস্পাত কারখানার অবরোধ
- শেষ হচ্ছে দি মারিয়ার পিএসজি অধ্যায়