ইউরোপীয় ফুটবলেও থাকছে ৫ বদলি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2020 11:54 PM BdST Updated: 24 Sep 2020 11:54 PM BdST
ইউরোপীয় ফুটবলে ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত প্রায় সব প্রতিযোগিতায় পাঁচ বদলির নিয়ম বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা।
করোনাভাইরাসের অনাকাঙ্ক্ষিত বিরতির পর ঠাসা সূচিতে খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির বিবেচনায় গত মৌসুমে বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার সিদ্ধান্ত নেয় ফিফা। পরে সেটি অনুমোদন দেয় ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি।
পরবর্তীতে ২০২১ সালের অগাস্ট পর্যন্ত নিয়মটি রেখে দেওয়ার কথা জানায় সংস্থাটি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া হয় সংশ্লিষ্ট প্রতিযোগিতার আয়োজকদের ওপর।
গত মৌসুম দেরিতে শেষ হওয়ায় নতুন মৌসুমেও ঠাসা সূচি থাকবে। মূলত এই ভাবনাতেই এরই মধ্যে স্পেনের লা লিগা, জার্মানির বুন্ডেসলিগা ও ফ্রান্সের লিগ ওয়ান ২০২০-২১ মৌসুমেও পাঁচ বদলির নিয়ম রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। পুরানো তিন বদলির নিয়মে ফিরে গেছে তারা।
এবার উয়েফাও একই সিদ্ধান্ত নিল। উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন অবশ্য জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে এই নিয়মের কার্যকর হবে। উয়েফা নেশন্স লিগসহ ইউরোপিয়ান জাতীয় দলগুলোর ম্যাচগুলোতেও এটি কার্যকর হবে।
তবে, আগামী বছর হতে যাওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পাঁচ বদলির নিয়ম কার্যকর হবে কি-না, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- পদ্মা সেতু: এক নজরে
- সর্বোচ্চ গড়ে ব্র্যাডম্যানের পরই সরফরাজ
- টিভি সূচি (শুক্রবার, ২৪ জুন ২০২২)
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট