বেল চলে আসায় জিদান খুশি: মরিনিয়ো
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2020 10:44 PM BdST Updated: 23 Sep 2020 10:44 PM BdST
গ্যারেথ বেলকে টটেনহ্যাম হটস্পারের আঙিনায় পেয়ে দারুণ উচ্ছ্বসিত দলটির কোচ জোসে মরিনিয়ো। ওয়েলস ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদ থেকে চলে আসায় জিনেদিন জিদানও খুশি হয়েছেন বলে মনে করছেন এই পর্তুগিজ।
গত শনিবার রিয়াল থেকে ধারে এক বছরের জন্য নিজের পুরনো ঠিকানায় ফেরেন বেল। ২০১৩ সালে ওই সময়ের রেকর্ড ট্রান্সফার ফি সাড়ে আট কোটি পাউন্ডে টটেনহ্যাম থেকে রিয়ালে যোগ দিয়ে অধিকাংশ সময় চোট সমস্যায় ভুগেছেন তিনি। সঙ্গে ছিল ফর্মের ওঠানামা। গত দুই মৌসুমে মাঠে ছিলেন অনিয়মিত। নতুন মৌসুমে কোচ জিদানের পরিকল্পনায় না থাকায় ওয়েলসের এই তারকা নিজেই চাইছিলেন সমাধান।
রিয়ালে জিদানের সঙ্গে বেলের দ্বন্দ্বের খবরও চাউর হয়েছে অনেকবার। অবশ্য সবসময়ই সেসব গুজব বলে উড়িয়ে দেন দুজনই। ইউরোপা লিগের কোয়ালিফায়িং রাউন্ডের ম্যাচ সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে অন্য অনেক বিষয়ের সঙ্গে বেলের প্রসঙ্গেও কথা বলেন মরিনিয়ো।

“সুখে থাকাটা জীবনে যেমন, তেমনি ফুটবলেও খুব গুরুত্বপূর্ণ। নিজের অভিজ্ঞতা থেকে এমনটাই মনে করি আমি।”
জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে পাওয়া হাঁটুর চোট থেকে বর্তমানে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন ৩১ বছর বয়সী বেল।
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’