সেমেদোকেও বেচে দিল বার্সা

দল পুনর্গঠনের ঘোষণা দেওয়া বার্সেলোনা এবার বিক্রি করে দিল ডিফেন্ডার নেলসন সেমেদোকে। পর্তুগিজ এই রাইট-ব্যাককে দলে টেনেছে প্রিমিয়ার লিগের দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2020, 11:45 AM
Updated : 23 Sept 2020, 11:46 AM

সেমেদোর সঙ্গে ২০২৩ সালের জুন পর্যন্ত চুক্তির বিষয়টি বুধবার এক বিবৃতিতে জানায় উলভারহ্যাম্পাটন। চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে।

২৬ বছর বয়সী এই ফুটবলারের ট্রান্সফার ফি তিন কোটি ইউরো। শর্ত সাপেক্ষে এর সঙ্গে আরও এক কোটি ইউরো যোগ হতে পারে বলে জানিয়েছে বার্সেলোনা।

২০১৭ সালে সেমেদো বেনফিকা থেকে কাম্প নউয়ে যোগ দিয়ে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ১২২ ম্যাচ। জিতেছেন দুটি লা লিগা, একটি কোপা দেল রে ও একটি স্প্যানিশ সুপার কাপ।

নতুন কোচ রোনাল্ড কুমানের পরিকল্পনায় না থাকায় দুই মিডফিল্ডার ইভান রাকিতিচ ও আর্তুরো ভিদালকেও বেচে দিয়েছে বার্সেলোনা। দলের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেসের দলবদলের বিষয়টিও অনেকটাই নিশ্চিত।