আতলেতিকো থেকে ধারে ইউভেন্তুসে মোরাতা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2020 03:21 PM BdST Updated: 23 Sep 2020 03:34 PM BdST
আতলেতিকো মাদ্রিদ থেকে এক মৌসুমের জন্য ধারে স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতাকে দলে টেনেছে ইউভেন্তুস।
এজন্য তাদের এক কোটি ইউরো খরচ হচ্ছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানায় তুরিনের দলটি। চুক্তিতে ২৭ বছর বয়সী ফুটবলারকে মৌসুম শেষে তাদের কিনে নেওয়ার সুযোগ আছে। সেক্ষেত্রে তিন বছরের মধ্যে ইউভেন্তুসকে পরিশোধ করতে হবে সাড়ে চার কোটি ইউরো।
আবার ২০২১-২২ মৌসুমের জন্যেও মোরাতাকে ধারে নিতে পারবে সেরি আ চ্যাম্পিয়নরা। সেক্ষেত্রে আবারও গুনতে হবে এক কোটি ইউরো। আর ২০২২ সালে সাবেক রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকারকে স্থায়ী চুক্তিতে দলে পেতে খরচ হবে সাড়ে তিন কোটি ইউরো।
২০১০-১৪ পর্যন্ত রিয়ালে কাটিয়ে ইউভেন্তুসে পাড়ি জমিয়েছিলেন মোরাতা। দুই মৌসুম সেরি আর সফলতম দলটিতে কাটান তিনি; বার্লিনে ২০১৫ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনার কাছে হারা ম্যাচে ইউভেন্তুসের একমাত্র গোলটি করেছিলেন এই স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলে দলটির হয়ে ৯৩ ম্যাচে করেছিলেন ২৭ গোল।
ক্যারিয়ারে কোনো ক্লাবেই তেমন থিতু হতে পারেননি মোরাতা। ২০১৬ সালে আবার ফেরেন রিয়ালে। এক মৌসুম পর যোগ দেন চেলসিতে।
স্ট্যামফোর্ড ব্রিজের দলটি থেকে ২০১৯ সালের জানুয়ারিতে ধারে আতলেতিকো যোগ দেন তিনি। ৬ মাস পর তাকে কিনে নেয় মাদ্রিদের দলটি। গণমাধ্যমের খবর অনুযায়ী, এসময় তার ট্রান্সফার ফি ছিল সাড়ে ছয় কোটি ইউরো। কিন্তু সেখানেও জায়গা পাকা করতে পারেননি মোরাতা।
এবার পাড়ি জমালেন পুরনো ঠিকানায়। সামনে তারকানির্ভর ইউভেন্তুসের একাদশে জায়গা পাকা করার কঠিন চ্যালেঞ্জ।
বার্সেলোনা থেকে লুইস সুয়ারেসকে দলে টানতে চেয়েছিল ইউভেন্তুস; কিন্তু সেই পরিকল্পনা সফল না হওয়ায় মোরাতাকে দলে টানলো তারা। এখানে কোচ হিসেবে তিনি পাচ্ছেন সাবেক সতীর্থ আন্দ্রেয়া পিরলোকে। যার কোচিং ক্যারিয়ার শুরু হয়েছে সেরি আয় সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে।
টানা দশম লিগ শিরোপার লক্ষ্যে থাকা ইউভেন্তুস আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার খেলবে রোমার বিপক্ষে।
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট