জাতীয় দলকে রাকিতিচের বিদায়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ২০১৮ বিশ্বকাপের ফাইনালে খেলা ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিতিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2020, 04:13 PM
Updated : 21 Sept 2020, 04:13 PM

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার রাকিতিচের অবসরের কথা জানায় ক্রোয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। দলটির অধিনায়ক লুকা মদ্রিচ, কোচ জ্লাতকো দালিচ ও অ্যাসোসিয়েশনের সভাপতি দাভর সুকেরের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

রাশিয়া বিশ্বকাপে দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন রাকিতিচ। ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ ব্যবধানে হেরে যায় তার দল।

দেশের হয়ে ১০৬ ম্যাচে ১৫ গোল করা এই ফুটবলার জানান, এমন সিদ্ধান্ত নেওয়া তার জন্যে সহজ ছিল না।

“ক্রোয়েশিয়া জাতীয় দলকে বিদায় বলে দেওয়া আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। তবে আমার মনে হয়েছে, বিদায় বলার এটাই সঠিক সময়।”

“মাতৃভূমির হয়ে খেলা প্রতিটা ম্যাচ আমি উপভোগ করেছি এবং বিশ্বকাপের চিরস্মরণীয় মুহূর্তগুলো আমার প্রিয় মুহূর্তগুলোর অংশ হয়ে থাকবে।”

ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনায় ছয় বছর কাটিয়ে এই মৌসুমেই সাবেক ক্লাব সেভিয়ায় যোগ দেওয়া রাকিতিচ শুভকামনা জানিয়েছেন জাতীয় দলের বন্ধু ও সতীর্থদের।