ফ্লাইট জটিলতার কবলে রিয়াল

যে বিমানে চড়ে লা লিগার ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল তাতে টেকনিক্যাল ত্রুটি ধরা পড়ায় ভ্রমণ পরিকল্পনায় বদল আনতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2020, 02:01 PM
Updated : 20 Sept 2020, 08:10 PM

ক্লাবটির একজন মুখপাত্রের বরাত দিয়ে রোববার এই খবর দিয়েছে রয়টার্স।

স্প্যানিশ চ্যাম্পিয়নদের রোববার উড়াল দেওয়ার কথা ছিল মাদ্রিদ থেকে উত্তর স্পেনের সান সেবাস্তিয়ানে। সেখানে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে এই দিনই মৌসুম শুরু করবে জিনেদিন জিদানের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

তবে, বিমানের হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি ধরা পড়ায় ভিক্তোরিয়ার ফ্লাইট ধরে রিয়াল। সেখান থেকে ৭৬.৫ কিলোমিটার উত্তরে বাসে চেপে যেতে হবে সান সেবাস্তিয়ানে।

জিনদিন জিদানের দলের সান সেবাস্তিয়ানে পৌঁছানোর কথা ছিল স্থানীয় সময় বেলা তিনটায়।