‘তিন মাস রিসার্চ’ করে সালাউদ্দিনের নির্বাচনী ইশতেহার
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2020 05:15 PM BdST Updated: 20 Sep 2020 07:14 PM BdST
গতবার ছিল ২৫ দফা, এবার ৩৬ দফা নির্বাচনী ইশতেহার দিয়েছে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন ‘সম্মিলিত পরিষদ।’ আগামী ৩ অক্টোবরের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন সামনে রেখে দেওয়া নতুন ইশতেহারে আছে পুরনো অনেক প্রতিশ্রুতি। তিন মাস গবেষণা করে তারা এই ইশতেহার তৈরি করেছেন, জানালেন সালাউদ্দিন।
আগামী চার বছরের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে ছেলেদের অবস্থান ১৫০-এর কাছাকাছি ও মেয়েদের অবস্থান ৯০-এর কাছাকাছি নিয়ে আসার লক্ষ্য আছে ইশতেহারে। আছে গতবারের ব্যর্থতাগুলো আগামীতে মুছে ফেলার প্রতিশ্রুতিও।
রাজধানীর একটি হোটেলে রোববার ৩৬ দফা নির্বাচনী ইশতেহার গণমাধ্যমের সামনে তুলে ধরেন সম্মিলিত পরিষদের নেতৃবৃন্দ। সেখানে জাতীয় দলের জন্য ‘দীর্ঘমেয়াদী বাস্তবসম্মত’ পরিকল্পনা, বঙ্গবন্ধু গোল্ড কাপ নিয়মিত আয়োজন, সাফ চ্যাম্পিয়নশিপ ও এসএ গেমসের শিরোপা পুনরুদ্ধার ও ফিফা র্যাঙ্কিংয়ের উন্নতির জন্য পরিকল্পনা নেওয়ার কথা বলা হয়েছে।
ঘরোয়া ফুটবলের ‘সুনির্দিষ্ট পঞ্জিকা’ প্রণয়ন, নির্ধারিত সময়ে দলবদল, জেলা ফুটবল লিগগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আয়োজন, প্রথম-দ্বিতীয়-তৃতীয় বিভাগ লিগে অংশ নেওয়া দলগুলোকে লাইসেন্সের আওতায় আনা ও বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে।
ছয় বছর বিরতি দিয়ে শুরু হওয়া মেয়েদের লিগের ধারাবাহিকতা ধরে রাখা, সাফ চ্যাম্পিয়নশিপ ও এসএ গেমসে শিরোপা জয়ের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অঙ্গীকারও করা হয়েছে।
ইশতেহারে আরও আছে আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়ামের সংখ্যা বৃদ্ধি, দেশের চারটি স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজন, টার্ফগুলোর পুনঃউন্নয়ন, ঘরোয়া ফুটবলের দলগুলোর হোম ভেন্যুর প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানের জিমনেশিয়াম তৈরির উদ্যোগের কথাও।
২০০৩ সালে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এসএ গেমসে সর্বশেষ মুকুট জিতেছিল ২০১০ সালে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৭তম স্থানে থাকা দল সাফের গত চার আসরের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে। ভারত ও পাকিস্তানের অনুপস্থিতি সত্ত্বেও গত এসএ গেমসের ফাইনালে উঠতে ব্যর্থ হয় দল।
সাফে মেয়েরা কখনোই শিরোপা জিততে পারেনি। ২০১৬-১৭ সাফে রানার্সআপ হওয়াই মেয়েদের সেরা সাফল্য। গত এসএ গেমসে তো মেয়েদের ফুটবল দলই পাঠায়নি বাফুফে।
গতবারের প্রতিশ্রুতিগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শেরেবাংলা কাপ, সোহরাওয়ার্দী কাপ আয়োজন সম্ভব হয়নি। বঙ্গবন্ধু গোল্ডকাপও ছিল অনিয়মিত। নির্ধারিত সময়ে দলবদল ও বর্ষপঞ্জিকা অনুসরণ করতে পারেনি বাফুফে। এছাড়া একাডেমি, আন্তর্জাতিক মানসম্পন্ন জিমনেশিয়াম নির্মাণের প্রতিশ্রুতি থেকে গেছে প্রতিশ্রুতিরই পর্যায়েই।
তবে সালাউদ্দিনের দাবি, প্রতিশ্রুতির ৭৫ শতাংশ কাজ করতে পেরেছেন তিনি। প্রশ্ন তুলেছেন গতবারের দেওয়া নিজের প্যানেলের ইশতেহার নিয়েও।
“২০১৬ সালের ইশতেহারের ৭০-৭৫ শতাংশ কাজ হয়েছে। ওই ইশতেহার আমার দেওয়া ছিল না। ওই সময় কনফিউশন চলছিল। যখন ইশতেহার দেওয়া হয়, ওই মিটিংয়ে কিন্তু আমি ছিলাম না। আমি অফিস থেকে যে ইশতেহার দিয়েছি, সেখানে অনেক কিছু যোগ করা হয়েছিল…সেটা দিয়েছিলেন তরফদার রুহুল আমিন। ২৫ শতাংশ কাজ না হওয়ায় আমি খুবই দুঃখিত। তবে এখানে যা বলা হয়েছে, প্রায় তিন মাস রিসার্চ করেই আপনাদেরকে দেওয়া হয়েছে।”
গত নির্বাচনে সালাউদ্দিন প্যানেলের প্রধান সমন্বয়ক ছিলেন আমিন। এবার তিনি আলাদা প্যানেল গড়ে নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে নির্বাচন না করার সিদ্ধান্ত জানান।
আগের প্রতিশ্রুতির মধ্যে সালাউদ্দিনের আরেকটি উল্লেখযোগ্য চাওয়া ছিল ২০২২ বিশ্বকাপ খেলা। এ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলেও দাবি তার।
“এখানে আপনাদের একটা কনফিউশন আছে। বিশ্বকাপ খেলব বলিনি। কোয়ালিফাই করার চেষ্টা করব বলেছি। আমাকে তো টার্গেট নিয়ে এগুতে হবে।”
“আমরা যখন এসেছিলাম ১৮০ ছিল। এখন ১৮৭। দেখুন ফ্রান্স বিশ্বচ্যাম্পিয়ন, কিন্তু ওরা র্যাঙ্কিংয়ে শীর্ষে না। ফিফা ফ্রেন্ডলিগুলো গুরুত্বপূর্ণ। যদি বেশি খেলেন, ভালো করলে এগুনোর সুযোগ থাকে। আমাদের আর্থিক সংকট ছিল, যে কারণে আমরা প্রীতি ম্যাচগুলো খেলতে পারিনি।”
“আমার দেশে একটা পরিপূর্ণ ফুটবল স্টেডিয়াম নাই। আমরা সরকারকে অনুরোধ করি…ফিফার যে খেলাগুলো হয়, আমরা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে করি।”
বিশ্বকাপ খেলার কথা অস্বীকার করলেও ২০১৩ সালের ১৩ জুন, বাফুফে ভবনে জাতীয় দলের তখনকার কোচ কোচ লোডভিক ডি ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টারের হাতে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র তুলে দেয়ার সময় সালাউদ্দিন বলেছিলেন, “২০২২ সালে কাতার বিশ্বকাপে আমরা খেলবই। এর জন্য যা কিছু করা প্রয়োজন, তার জন্য আমরা প্রস্তুত।”
বিশ্বকাপ খেলা নিয়ে আগের অবস্থান অস্বীকার করে এবারের ইশতেহারে ফিফার র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যও জানালেন তিন মেয়াদে সভাপতির দায়িত্বে থাকা সালাউদ্দিন।
“আগামী অক্টোবর ২০২৪ এর মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফিফা র্যাঙ্কিং উন্নতির লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হবে, যাতে করে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ১৫০-এর কাছাকাছি এবং বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে ৯০-এর কাছাকাছি উন্নীত করা যায়।”
ব্যক্তিগত নৈপুণ্যে সাড়া জাগানো খেলোয়াড় উঠে না আসার পেছনের কারণ বলতে গিয়ে গণমাধ্যমের উপরও কিছুটা দায় দিলেন সালাউদ্দিন।
“প্লেয়ার না হওয়ার অভিযোগে আমি একমত নই। যারা ২৫ বছর আগে ফুটবল খেলেছে, তাদের ফুটবল নিয়ে কোনো অ্যাক্টিভিটিজ নাই, আপনারা আগের সেই ফুটবলারদের নিয়ে পড়ে আছেন, টকশোতে নিয়ে আসেন। বর্তমান খেলোয়াড়দের নিয়ে গত কয়েকমাস ধরে নিউজ করছেন। জামাল ভুইয়া, মামুনুল নিয়ে করছেন।”
পেশাদার লিগে বিদেশি খেলানো নিয়ে একেক মৌসুমে একেক নিয়মের বিষয়ে ‘ক্লাবগুলোর চাওয়া’কে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন চতুর্থবারের মতো বাফুফে সভাপতি হওয়ার লড়াইয়ে থাকা সালাউদ্দিন। ফুটবলের সোনালী অতীত নিয়ে বলতে গিয়েও দিলেন সেই পুরনো ব্যাখ্যা।
“আগে মানুষ মাঠে খেলা দেখতে আসত। এখন ট্রাফিকের কারণে আসে না। আমাদের সময়ও আমরা কাতার-জাপানের কাছে বড় ব্যবধানে হেরেছি।”
মেয়েদের বয়সভিত্তিক দলগুলোর সাফল্য, বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের ভারতের বিপক্ষে সল্ট লেক স্টেডিয়ামে এগিয়ে থেকে ড্র করা, নিয়মিত প্রিমিয়ার লিগ আয়োজনকে সাফল্য হিসেবে উল্লেখ করেছেন সালাউদ্দিন।
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
-
টিভিতে আজ
-
উইম্বলডনকে জরিমানা
-
চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
-
কক্সবাজারে টেকনিক্যাল সেন্টারের জন্য জায়গা পেল বাফুফে
-
ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর