ব্রাজিল দলে ফিরলেন আলিসন-রদ্রিগো

করোনাভাইরাসের বিরতিতে পাল্টে গেছে অনেক কিছু। পিছিয়ে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম দুই ম্যাচের জন্য প্রথম পছন্দের গোলরক্ষক আলিসনকে ফিরে পেয়েছেন ব্রাজিলের কোচ তিতে। লা লিগার শেষ ভাগে রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের মিশনে আলো ছড়ানোর পুরস্কার স্বরূপ জাতীয় ডাক পেয়েছেন তরুণ ফরোয়ার্ড রদ্রিগো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2020, 06:25 PM
Updated : 18 Sept 2020, 06:46 PM

২০২২ সালের কাতার বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে আগামী মাসে বলিভিয়া ও পেরুর বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর জন্য শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন তিতে।

আগামী ৮ অক্টোবর ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে ম্যাচের পাঁচ দিন পর পেরুর মাঠে খেলবে ব্রাজিল।

প্রাথমিক সূচি অনুযায়ী ম্যাচ দুটি হওয়ার কথা ছিল গত মার্চে। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে দুই দফায় সূচি স্থগিত হয়। অবশেষে গত বৃহস্পতিবার ফিফার পক্ষ থেকে জানানো হয়, পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী অক্টোবরে মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। এর পরদিনই দল ঘোষণা করল ব্রাজিল।

গত মার্চে খেলা হলে আলিসনকে পেত না দলটি। ওই সময়ের ঘোষণা করা দলে ছিলেন না রদ্রিগোও।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), ওয়েভারতন (পালমেইরাস), সান্তোস (ক্লাব আথলেতিকো)

ডিফেন্ডার: দানিলো (ইউভেন্তুস), গাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ), আলেক্স তেলেস (পোর্তো), চিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিয়োস (পিএসজি), ফেলিপে (আতলেতিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (ফ্লামেঙ্গো)

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ব্রুনো গিমারেস (লিওঁ), দগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভেরতন রিবেইরো (ফ্লামিঙ্গো), ফিলিপে কৌতিনিয়ো (বার্সেলোনা)

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), এভেরতন (বেনফিকা), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রবের্তো ফিরমিনো (লিভারপুল), রিশার্লিসন (এভারটন)