ফরাসি ওপেন থেকে সরে গেলেন ওসাকা

হ্যামস্ট্রিংয়ের চোটে ফরাসি ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সম্প্রতি ইউএস ওপেনের শিরোপা জেতা নাওমি ওসাকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2020, 09:24 AM
Updated : 18 Sept 2020, 09:24 AM

সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার এই ঘোষণা দেন ২২ বছর বয়সী জাপানের এই খেলোয়াড়।

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে গত শনিবার বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনে নিজের দ্বিতীয় ও ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতেন ওসাকা। ফাইনালে বাম হ্যামস্ট্রিংয়ে টেপ বেঁধে খেলতে দেখা গিয়েছিল তাকে।

২০১৯ অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ও র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা ওসাকা রোলাঁ গারোঁয় কখনও তৃতীয় রাউন্ড পার হতে পারেননি।

এই মাসের শুরুতে কোভিড-১৯ মহামারীর পরিস্থিতিতে ফরাসি ওপেন থেকে নিজেকে সরিয়ে নেন গত আসরের চ্যাম্পিয়ন ও বিশ্বের এক নম্বর নারী টেনিস খেলোয়াড় অ্যাশলি বার্টি।

পুরুষ এককে বড় তারকাদের মধ্যে চোটের কারণে প্রতিযোগিতাটিতে নেই রেকর্ড ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেদেরার।

প্যারিসে আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হবে ফরাসি ওপেন। প্রাথমিকভাবে গত ২৪ মে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া হয়।