বায়ার্ন ছেড়ে লিভারপুলে যাচ্ছেন আলকান্তারা

স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারাকে দলে পেতে তার বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে লিভারপুল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2020, 01:10 PM
Updated : 17 Sept 2020, 01:10 PM

জার্মান দলটির প্রধান নির্বাহী কার্ল-হেইঞ্জ রুমেনিগের বরাত দিয়ে বৃহস্পতিবার খবরটি জানিয়েছে রয়টার্স।

বৃটিশ গণমাধ্যমের খবর, ২৯ বছর বয়সী এই ফুটবলারকে পেতে প্রায় দুই কোটি পাউন্ড খরচ হবে লিভারপুলের। শর্ত সাপেক্ষে এর সঙ্গে যোগ হতে পারে আরও ৫০ লাখ পাউন্ড।

বায়ার্নের সঙ্গে আলকান্তারার চুক্তির মেয়াদ ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত। নতুন চ্যালেঞ্জের আশায় এক বছর আগেই দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লিভারপুলের সঙ্গে তার চার বছরের চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বার্সেলোনার যুব দল থেকে উঠে আসা আলকান্তারা ক্লাবটির মূল দলের হয়ে খেলেছেন ১০০ ম্যাচ। এরপর ২০১৩ সালে যোগ দেন বায়ার্নে। ওই বছরই বার্সেলোনার সাবেক কোচ পেপ গুয়ার্দিওলাকে কোচ হিসেবে নিয়োগ দেয় বুন্ডেসলিগার দলটি। দলটিতে মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন আলকান্তারা।

মিউনিখের দলটির হয়ে তিনি প্রতি মৌসুমেই জিতেছেন বুন্ডেসলিগা। গতবার চ্যাম্পিয়ন লিগসহ জিতেছেন ট্রেবল।