২৫ শতাংশ পারিশ্রমিক পাবে খেলোয়াড়রা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2020 06:41 PM BdST Updated: 17 Sep 2020 06:41 PM BdST
পারিশ্রমিকের অর্ধেক বা তারও একটু বেশি ছাড় দিতে রাজি ছিল খেলোয়াড়রা। ক্লাবগুলো দিতে চেয়েছিল ২০ থেকে ২৫ শতাংশ। শেষ পর্যন্ত ক্লাবের চাওয়াই পূরণ হতে যাচ্ছে। চুক্তি আগের মতো থাকলেও ২০২০-২১ মৌসুমে খেলোয়াড়রা পারিশ্রমিক পাবেন ২৫ শতাংশ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) বৃহস্পতিবার পেশাদার লিগ কমিটি গত মৌসুমের বকেয়া পাওনা পরিশোধ, নতুন চুক্তি, ভেন্যু, বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন, নতুন মৌসুম শুরুসহ অনেক বিষয় নিয়ে আলোচনায় বসেছিল। নতুন মৌসুমের পারিশ্রমিকের বিষয়ে ক্লাবগুলোর প্রস্তাবনা টিকে গেছে।
আগামী ৩ অক্টোবর বাফুফের নির্বাচন। ওই দিনই নির্বাহী কমিটিতে লিগ কমিটির সিদ্ধান্তগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানানো হয়েছে।
আগের অধিকাংশ প্রস্তাবনাগুলোরই অনুমোদন দিয়েছে লিগ কমিটি। সমঝোতার মাধ্যমে ক্লাব বদলের সুযোগ থাকলেও মোটাদাগে ২০১৯-২০ মৌসুমের দলের হয়ে নতুন মৌসুম খেলতে হবে খেলোয়াড়দের। গত মৌসুমের বকেয়ার পুরোটা পরিশোধ করবে দলগুলো।
আগামী ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়ে ২০২০-২১ মৌসুমের শুরু। তার আগে হবে দলবদল। চুক্তি আগের মতো থাকলেও নতুন মৌসুমে খেলোয়াড়রা পারিশ্রমিক পাবেন ২৫ শতাংশ। নতুন মৌসুম শুরুর আগে এর ৪১ থেকে ৪৫ ভাগ পরিশোধ করবে ক্লাবগুলো।
ঢাকা ও ঢাকার আশপাশ মিলিয়ে তিন বা চারটি ভেুন্যতে খেলা হবে। লিগের সময়ও কমিয়ে আনা হবে।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু