আইপিএলের ফাইনালে মুখোমুখি চেন্নাই-গুজরাট।
ঘুষের বিনিময়ে ডোপ টেস্টের ফল আড়াল করে রাশিয়ান অ্যাথলেটদের ২০১২ লন্ডন অলিম্পিকে খেলা চালিয়ে যেতে দেওয়ার অভিযোগ ছিল সেনেগালের এই কর্মকর্তার বিরুদ্ধে।
২০১৫ সাল থেকে প্যারিসে নিজের বাড়িতে গৃহবন্দী ছিলেন দিয়াক। দুই বছরের স্থগিতসহ চার বছরের কারাদণ্ডের সঙ্গে তাকে ৫ লাখ ইউরো জরিমানাও করা হয়।
১৯৯৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইএএএফের প্রধানের দায়িত্বে থাকা ৮৭ বছর বয়সী দিয়াকের আইনজীবী আদালতের রায়কে ‘অন্যায় এবং অমানবিক’ উল্লেখ করে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন।