ডিপাইকে কেনার আগে খেলোয়াড় বেচতে হবে: বার্সা কোচ

অলিম্পিক লিওঁ অধিনায়ক মেমফিস ডিপাইয়ের বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন দিন দিন ডালপালা মেলছে। তবে কাতালুনিয়ার দলটির নতুন কোচ রোনাল্ড কুমান জানালেন, নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডকে কেনার আগে খেলোয়াড় বিক্রি করতে হবে বার্সেলোনাকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 10:54 AM
Updated : 16 Sept 2020, 11:27 AM

ডাচ জাতীয় দল ছেড়ে বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন কুমান। তাই, লা লিগার দলটিতে যোগ দিলে জাতীয় দলের সদ্য সাবেক কোচকেই ডাগআউটে পাবেন ডিপাই।

যদিও করোনাভাইরাসের কারণে আর্থিক সঙ্কট দেখা দেওয়ায় ডিপাইকে কেনার সামর্থ্য এখন বার্সেলোনার নেই বলে মনে করেন লিওঁ প্রেসিডেন্ট জ্যাঁ-মিচেল উলাস। ফ্রেঞ্চ লিগ ওয়ানে মঙ্গলবার মোঁপেলিয়ের বিপক্ষে হারের আগে এমন মন্তব্য করেন তিনি।

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডকে কেনার সম্ভাবনার ব্যাপারে ফক্স স্পোর্টস নেদারল্যান্ডসকে একই আভাস দিলেন বার্সেলোনার সাবেক তারকা খেলোয়াড় কুমান।

“ডিপাইকে কিনতে বার্সেলোনাকে আগে খেলোয়াড় বেচতে হবে।”

ট্রফিশূন্য মৌসুম কাটানোর পর দলের শক্তি বাড়াতে বার্সেলোনা বেশ কয়েকজনের ওপর নজর রেখেছে বলে গণমাধ্যমের খবর।

বার্সেলোনার সম্ভাব্য লক্ষ্য হতে পারে লিভারপুলের ডাচ মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম। স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারাকেও বায়ার্ন মিউনিখ থেকে ফেরাতে পারে দলটি।

তবে যাদের নিয়ে প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করেছেন, আপাত তাদের নিয়েই নতুন মৌসুম শুরুর সম্ভাবনা দেখছেন ৫৭ বছর বয়সী কুমান।

“নতুন মৌসুম সামনে রেখে আমরা কাজ করছি। মনে হয়, দলের এই খেলোয়াড়দের নিয়েই আমরা মৌসুম শুরু করব।”

আগামী ২৭ সেপ্টেম্বর উনাই এমেরির ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার ২০২০-২১ আসর শুরু করবে বার্সেলোনা।