ভাভরিঙ্কাকে হারিয়ে ১৮ বছরের মুসেত্তির চমক

ইতালিয়ান ওপেনে অঘটনের জন্ম দিয়েছেন লরেন্সো মুসেত্তি। ইতালির ১৮ বছর বয়সী এই খেলোয়াড় প্রথম রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে দিয়েছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম চাম্পিয়ন স্তানিস্লাস ভাভরিঙ্কাকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 10:00 AM
Updated : 16 Sept 2020, 10:00 AM

রোমে মঙ্গলবার ৩৫ বছর বয়সী সুইস তারকা ভাভরিঙ্কাকে ৬-০, ৭-৬ (২) গেমে হারান এটিপি ট্যুর পর্যায়ে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা মুসেত্তি।

গত ফেব্রুয়ারিতে দুবাইয়ে ট্যুর পর্যায়ে নিজের প্রথম ম্যাচে রাশিয়ার আন্দ্রে রুবলেভের কাছে সরাসরি সেটে হেরেছিলেন তিনি। এবার ক্লে-কোর্টে ২০১৫ সালের ফরাসি ওপেন জয়ী ভাভরিঙ্কাকে হারিয়ে নিজেই অবাক হয়েছেন র‍্যাঙ্কিংয়ে ২৪৯তম স্থানে থাকা এই ইতালিয়ান।

“মনে হচ্ছে যেন একটা স্বপ্ন সত্যি হয়ে গেছে। আমি আজ রাতে যা করেছি, তা এখনও বিশ্বাস করতে পারছি না। আমি জয়ের আশা করিনি। তবে মনে হয়, জয়টা আমারই প্রাপ্য। আজ সত্যিই ভালো টেনিস খেলেছি।”

জুনিয়র পর্যায়ে ২০১৮ ইউএস ওপেনে রানার্সআপ হওয়া মুসেত্তি গত বছর জেতেন অস্ট্রেলিয়ান ওপেন।