হকির দুই দলে দুই কোচ

আগামী বছরের দুটি আন্তর্জাতিক ইভেন্ট সামনে রেখে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। দুই ইভেন্টের দুই দলের জন্য দুজন কোচকে দায়িত্ব দিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2020, 05:40 PM
Updated : 15 Sept 2020, 05:40 PM

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এএইচএফ অনূর্ধ্ব-২১ ওয়ার্ল্ড কোয়ালিফাইং এবার আয়োজন করবে বাংলাদেশ। আগামী ২১ জুনয়ারি মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আসরটি শুরু হওয়ার কথা। এই প্রতিযোগিতার জন্য সাবেক খেলোয়াড় মামুনুর রশীদকে কোচ হিসেবে বেছে নিয়েছে ফেডারেশন।

আগামী ১১ মার্চে শুরু হয়ে ১৯ মার্চে শেষ হওয়ার কথা রয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির। এ প্রতিযোগিতার জন্য মাহবুব হারুনকে দায়িত্ব দিয়েছে ফেডারেশন। এর আগেও জাতীয় দলের কোচ ছিলেন সাবেক এই খেলোয়াড়।