চোট পাওয়া রাকিবুলের পাশে বাফুফে

২০১৯ সালের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে খেলা উঠতি ফুটবলার রাকিবুল ইসলামের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2020, 01:23 PM
Updated : 14 Sept 2020, 01:23 PM

প্রথম দফায় রাকিবুলকে ৩০ হাজার টাকা দিয়েছিল বাফুফে। সোমবার দ্বিতীয় দফায় তার চিকিৎসার জন্য আরও এক লাখ টাকা দিয়েছে দেশের ‍ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। দুঃসময়ে পাশে দাঁড়ানো বাফুফেকে ধন্যবাদ জানিয়েছেন রাকিবুল।

“বাঁ পায়ের হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলাম গত ডিসেম্বরে। চিকিৎসকরা বলেছেন অপারেশন করতে হবে। কিন্তু এরই মধ্যে করোনাভাইরাস চলে আসায় অপারেশন করতে পারিনি।”

“আগের দফায় বাফুফে কিছু টাকা দিয়েছিল। এবার এক লাখ টাকা দিয়েছে। বাফুফেকে ধন্যবাদ। ইচ্ছা আছে ভারতে গিয়ে অপারেশন করাব। তা না হলে দেশেই করাব।”

ফর্টিস একাডেমির ট্রায়ালে অংশ নিতে গিয়ে চোট পেয়েছিলেন এই উঠতি মিডফিল্ডার।

২০১৯ সালে ভারতের কলকাতায় হওয়া সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশের অধিনায়ক ছিলেন রাকিবুল। ওই আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে তৃতীয় হয়েছিল দল।