মেসির উন্নতির জায়গা দেখছেন কুমান

টানাপোড়ের অবসানের পর বার্সেলোনার হয়ে এই প্রথম ম্যাচ খেললেন লিওনেল মেসি। প্রীতি ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডের স্পিরিটে মুগ্ধ বার্সা কোচ। তবে, সামনের পথচলায় তারকা এই ফরোয়ার্ডের ফিটনেসে আরও উন্নতির জায়গা দেখছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2020, 09:07 AM
Updated : 13 Sept 2020, 12:59 PM

জিমনেস্টিকের বিপক্ষে গত শনিবার প্রীতি ম্যাচে ৩-১ গোলে জিতে বার্সেলোনা। দলের জয়ে একটি করে গোল করেন উসমান দেম্বেলে, অঁতোয়ান গ্রিজমান ও ফিলিপে কৌতিনিয়ো।

প্রতিযোগিতামূলক লড়াই শুরুর আগে জিমনেস্টিকের বিপক্ষে ম্যাচে দুই অর্ধে দুই একাদশ খেলান কুমান। কাতালুনিয়ার দলটিতে নতুন যোগ দেওয়া পেদ্রি ও ত্রিনকাওয়ের খেলায় মুগ্ধ এই ডাচ কোচ। বরাবরের মতো করেছেন মেসির প্রশংসা।

“পেদ্রি দারুণ মেধাবী। তার বয়স ১৭ বছর এবং আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি ত্রিনকাওকে পছন্দ করি। কখনও সে ভেতরে, কখনও বাইরে খেলে। গতি ও ছন্দের সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য তার রয়েছে।”

“প্রথম দিনে মেসি এই একই স্পিরিট দেখিয়েছে। ভালো অনুশীলন করেছে এবং আমাদের ছুটির দিনেও সে অনুশীলন করেছিল। সে জানে আর সবার মতো তাকেও ফিটনেসে উন্নতি করতে হবে। তবে, তার মানই তার সম্পর্কে বলে।”