করোনাভাইরাসমুক্ত নেইমার

করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল আসায় অনুশীলনে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন নেইমার। রোববার লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে খেলতে পারেন পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2020, 10:33 AM
Updated : 12 Sept 2020, 10:33 AM

গত ২ সেপ্টেম্বর দলের তিনজন খেলোয়াড়ের করোনাভাইরাসে আক্রান্তের খবর দেয় পিএসজি। তাদের একজন ছিলেন নেইমার।

শুক্রবার এক টুইটে করোনাভাইরাসমুক্ত হওয়ার খবর দেন বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড। ক্যাপশনে লেখেন, “আমি অনুশীলনে ফিরছি, দারুণ খুশি।” সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “করোনাআউট।”

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার লঁসের মাঠে ১-০ গোলে হেরে যায় তারকা খেলোয়াড়দের ছাড়াই খেলতে নামা পিএসজি।

করোনাভাইরাসের কারণে এখনও দলের বাইরে রয়েছেন কিলিয়ান এমবাপে, আনহেল দি মারিয়া, লেয়ান্দ্রো পারেদেস, আন্দের এররেরা, মাউরো ইকার্দি ও কেইলর নাভাস।

মার্সেই ম্যাচে তাদের কয়েক জনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ টমাস টুখেল। আইসোলেশনে থাকা এই ফুটবলাররা বেশ কিছু দিন ফুটবলের বাইরে থাকা খেলোয়াড় ও চিকিৎসকের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।