‘আশা করি, মেসি পুরনো রূপেই ফিরবে’

অনিচ্ছাসত্ত্বেও লিওনেল মেসি বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আগের মতো তাকে নিয়মিত ফল নির্ধারকের ভূমিকায় দেখা যাবে কিনা, অনেকের মনেই তা নিয়ে জেগেছে সন্দেহ। তবে, বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কুমানের এ বিষয়ে একটুও সংশয় নেই। আর্জেন্টাইন তারকা পুরনো রূপেই ফিরবেন বলে বিশ্বাস সাবেক এই ডাচ ফুটবলারের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2020, 02:00 PM
Updated : 11 Sept 2020, 02:00 PM

গত মাসে দায়িত্ব পাওয়া কুমানকে প্রথমবারের মতো ম্যাচে বার্সেলোনার ডাগআউটে দেখা যাবে শনিবার, জিমনাস্তিক দে তারাগোনার বিপক্ষে প্রীতি ম্যাচে। কাম্প নউয়ের দলের কোচ হিসেবে তার মূল চ্যালেঞ্জ শুরু হবে আরও দুই সপ্তাহ পর; লা লিগায় ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে, আগামী ২৭ সেপ্টেম্বর।

শুক্রবার অনুশীলন শেষে মেসিকে ঘিরে নিজের ভাবনার কথা জানান কুমান। অল্প কথায় বুঝিয়ে দেন, ক্লাব ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসা মেসির কাছে নিজের চাওয়া।

“আগেও অনেকবার বলেছি, মেসিই সেরা… মেসি খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অনেক বছর ধরে সে তা দেখিয়ে আসছে। আশা করি, এবারও সে এর পুনরাবৃত্তি করতে পারবে।”

গত মৌসুমের পর মাঝে বিরতির সময় এবার এমনিতেই কম। তারওপর সব খেলোয়াড়দের ছুটির সময়ও এক নয়। এক সপ্তাহের বেশি আন্তর্জাতিক সূচির বিরতিও ছিল। একারণে অনুশীলনে একসঙ্গে সবাইকে পাননি কুমান। ফলে, ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচের আগে প্রস্তুতির জন্য যথেষ্ঠ সময় না পাওয়ার আক্ষেপও ঝরল কুমানের কণ্ঠে।

প্রস্তুতি ম্যাচে নিজের পরিকল্পনাটাও জানিয়ে রাখলেন ৫৭ বছর বয়সী এই ডাচ। জিমনাস্তিকের বিপক্ষে ম্যাচের দুই অর্ধে পুরোপুরি দুটি আলাদা দল খেলানোর ভাবনা কাজ করছে কুমানের মনে। জানালেন, প্রত্যেক খেলোয়াড়কে ৪৫ মিনিট খেলার সুযোগ দেবেন তিনি।