লা লিগার সূচিতে পরিবর্তন

লা লিগা শুরুর দিনক্ষণ পিছিয়ে গেল। আগামী আসরের প্রথম ম্যাচটি এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচিতে গ্রানাদা-আথলেতিক বিলবাও ম্যাচটি শুক্রবারের পরিবর্তে মাঠে গড়াবে শনিবার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2020, 03:48 PM
Updated : 10 Sept 2020, 03:48 PM

সপ্তাহের শুক্র ও সোমবার ম্যাচ আয়োজনের ওপর স্প্যানিশ সকার ফেডারেশন বিধিনিষেধ জারি করায় বৃহস্পতিবার ম্যাচটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায় লা লিগা। নতুন সূচিতে ম্যাচটি হবে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়।

শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় এইবার-সেল্তা ভিগো ম্যাচ দিয়ে শুরু হবে লা লিগার এবারের মৌসুম।

একই কারণে আলাভেস-রিয়াল বেতিস ম্যাচটি হবে রোববার। আগের সূচিতে ম্যাচটি হওয়ার কথা ছিল সোমবার।

শুক্র ও সোমবার ম্যাচ হওয়া নিয়ে লা লিগা ও দেশটির ফেডারেশনের মধ্যে অনেক আগে থেকেই মতবিরোধ রয়েছে।

লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের যুক্তি, এই দুই দিন ম্যাচ থাকলে টিভি দর্শক বাড়ে এবং ব্রডকাস্টিংয়ে আয় বেশি হয়। কিন্তু ফেডারেশন প্রধান লুইস রুবিয়ালেসের মতে, এই দিনগুলেতে মাঠে যাওয়া দর্শকদের জন্য কঠিন।

কোভিড-১৯ মহামারীর কারণে তিন মাস স্থগিতের পর গত জুনে পুনরায় শুরু হওয়া লিগে অবশ্য এই নিয়ম চালু ছিল না। কারণ তখন মাঠে দর্শক প্রবেশে ছিল নিষেধাজ্ঞা।

সেই নিষেধাজ্ঞা থাকছে নতুন মৌসুমেও। বিষয়টি মাথায় রেখেই শুক্র ও সোমবার ম্যাচ রেখেছিল লা লিগা।