সম্মান পেয়ে আপ্লুত মেসি বললেন, তার জীবনের প্রাপ্তিগুলো ছাড়িয়ে গেছে স্বপ্নকেও।
অনেকদিন ধরে গুঞ্জন চলছে, ইন্টার ছেড়ে কাম্প নউয়ে পাড়ি জমাতে পারেন মার্তিনেস। সম্প্রতি ফক্স স্পোর্টসকে জানেত্তি বলেন, মার্তিনেসের মাঝে ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ দেখছেন তারা।
“লাউতারো খুব ভালো করে জানে, সে দারুণ একটি ক্লাবে আছে। ইন্টারে সে সুখে আছে...সে জানে, সে ইন্টারের বর্তমান ও ভবিষ্যৎ।”
২৩ বছর বয়সী মার্তিনেস গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৪৯ ম্যাচে করেন ২১ গোল। দ্বিতীয় স্থানে থেকে সেরি আ শেষ করা ইন্টার ইউরোপা লিগে হয় রানার্সআপ।