‘মার্তিনেস ইন্টারের বর্তমান ও ভবিষ্যৎ’

লাউতারো মার্তিনেসের বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনার পথ যেন অনেকটাই বন্ধ হয়ে গেল ইন্টার মিলানের ভাইস প্রেসিডেন্ট হাভিয়ের জানেত্তির মন্তব্যে। ইতালিয়ান ক্লাবটিতে মার্তিনেস সুখে আছেন বলে মনে করেন তিনি। স্বদেশি এই ফরোয়ার্ড ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ বলে জানান সাবেক আর্জেন্টাইন ফুটবলার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2020, 03:33 PM
Updated : 10 Sept 2020, 03:33 PM

অনেকদিন ধরে গুঞ্জন চলছে, ইন্টার ছেড়ে কাম্প নউয়ে পাড়ি জমাতে পারেন মার্তিনেস। সম্প্রতি ফক্স স্পোর্টসকে জানেত্তি বলেন, মার্তিনেসের মাঝে ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ দেখছেন তারা।

“লাউতারো খুব ভালো করে জানে, সে দারুণ একটি ক্লাবে আছে। ইন্টারে সে সুখে আছে...সে জানে, সে ইন্টারের বর্তমান ও ভবিষ্যৎ।”

“ভালো খেলা তরুণ ফুটবলারদের প্রতি বড় ক্লাবগুলোর আগ্রহী হওয়াটা স্বাভাবিক। তবে লাউতারো আজ ইন্টারের সম্পদ, যেমনটা দলের বাকি তরুণ খেলোয়াড়রা।”

২৩ বছর বয়সী মার্তিনেস গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৪৯ ম্যাচে করেন ২১ গোল। দ্বিতীয় স্থানে থেকে সেরি আ শেষ করা ইন্টার ইউরোপা লিগে হয় রানার্সআপ।