কিংসের তাবুতে ফিরেছেন বার্কোস-রবিনিয়ো-ফের্নান্দেস

এরনান বার্কোস, রবসন দি সিলভা রবিনিয়ো ও জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেস-বসুন্ধরা কিংসের এই তিন বিদেশি খেলোয়াড় ঢাকায় ফিরেছেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2020, 09:02 AM
Updated : 10 Sept 2020, 09:03 AM

তিন জনের গত অগাস্টে ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল। এরপর সেপ্টেম্বরের শুরুর দিকে তাদের ফেরার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় সম্ভব হয়নি বলে জানায় দলটি। অবশেষে বৃহস্পতিবার তারা ক্যাম্পে ফিরেছেন বলে জানালেন কিংসের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক।

“আজ সকাল সোয়া নয়টায় তিনজনই একসঙ্গে ঢাকায় পৌঁছেছে। আপাতত তাই অনুশীলন শুরু করবে না। আগামী শনিবার তাদের কোভিড-১৯ পরীক্ষা করা হবে। পরীক্ষার ফল দেখে সিদ্ধান্ত হবে, কবে থেকে অনুশীলন করবেন তারা।”

ছবি: ফেইসবুক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চে স্থগিত হয়ে যাওয়া এএফসি কাপ আগামী অক্টোবরে পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। ২৩ অক্টোবর মালদ্বীপে মাজিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবার শুরু হওয়া গ্রুপ পর্বে ফের খেলতে নামার কথা বাংলাদেশের লিগ চ্যাম্পিয়নদের।

এএফসি কাপ স্থগিত হওয়ায় ছুটি পেয়ে আর্জেন্টিনায় ফিরে গিয়েছিলেন বার্কোস। তার চার গোলেই টিসি স্পোর্টসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল কিংস।