'ফুল ছাড়া বাগানে' রোনালদোর রেকর্ডের ফুল
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2020 04:57 PM BdST Updated: 09 Sep 2020 05:07 PM BdST
করোনাভাইরাস পরিস্থিতিতে ক্লাব ফুটবলের মতো আন্তর্জাতিক ফুটবলও চলছে দর্শকশূন্য মাঠে। ইতিহাস তো তাতে থেমে থাকে না। দর্শকছাড়া মাঠেই দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। দারুণ এই অর্জনের পরও রোনালদোর কণ্ঠে কিছুটা আক্ষেপের সুর। দর্শকহীন মাঠ যে তার কাছে ফুল ছাড়া বাগানের মতো!
উয়েফা নেশন্স লিগে মঙ্গলবার সুইডেনের বিপক্ষে পর্তুগালের ২-০ গোলে জয়ের ম্যাচে এই কীর্তি গড়েন রোনালদো। ম্যাচ শেষে পর্তুগিজ একটি টেলিভিশনকে ইউভেন্তুস তারকা বললেন, দর্শক ছাড়া মাঠে খেলা উপভোগ করছেন না তিনি।
“দর্শক ছাড়া খেলা দুঃখজনক। এটা অনেকটা ভাঁড় ছাড়া সার্কাসের মতো অথবা ফুল ছাড়া বাগানে যাওয়ার মতো। আমার কথা যদি বলি, অ্যাওয়ে ম্যাচ খেলার সময় আমার উদ্দেশে দর্শকের হুইসেল আমি পছন্দ করি, এটি আমাকে অনুপ্রেরণা দেয়।”
এই বছর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে অসাধারণ ফ্রি-কিকে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি শত গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। পরে দলের দ্বিতীয় গোলটাও করেন তিনিই। নিজের অর্জন ও দলের জয়ে একাকার ৩৫ বছর বয়সী ফরোয়ার্ডের উচ্ছ্বাস।
“গোল দুটি গুরুত্বপূর্ণ, কারণ আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পেরেছি, যেটা আমি চেয়েছিলাম। আমি খুব খুশি। প্রথমত, দল জিতেছে এবং অবশ্যই ১০০, এরপর ১০১তম, দুটি দুর্দান্ত গোল করেছি।”
ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকার চেয়ে আন্তর্জাতিক ফুটবলে বেশি গোল করেছেন কেবল ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাই, ১০৯টি। এখন তাকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি রোনালদোর সামনে। তবে রেকর্ড নিয়ে তেমন ভাবছেন না পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
“রেকর্ড ধাপে ধাপে হবে। আমি মোহগ্রস্ত নই। কারণ আমি বিশ্বাস করি রেকর্ড এমনিতেই ধরা দেবে।”
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক