লা লিগায় এবারও ৫ বদলি

নতুন মৌসুমেও লা লিগার ম্যাচগুলোয় প্রতিটি দলকে ম্যাচে পাঁচ জন বদলি খেলোয়াড় নামানোর অনুমতি দিয়েছে স্পেনের ফুটবলের নিয়ন্তা সংস্থা-আরএফইএফ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2020, 04:42 PM
Updated : 8 Sept 2020, 06:08 PM

লিগ কর্তৃপক্ষের অনুরোধে মঙ্গলবার এই নিয়ম ২০২০-২১ মৌসুমে রেখে দেওয়ার কথা জানায় সংস্থাটি।     

করোনাভাইরাসের অনাকাঙ্ক্ষিত বিরতির পর ঠাসা সূচিতে খেলোয়াড়দের স্বাস্থ্যঝুঁকির বিবেচনায় গত মৌসুমে বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচ জন করার সিদ্ধান্ত নেয় ফিফা। পরে সেটি অনুমোদন দেয় ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি।

পরবর্তীতে ২০২১ সালের অগাস্ট পর্যন্ত নিয়মটি রেখে দেওয়ার কথা জানায় সংস্থাটি। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া হয় সংশ্লিষ্ট প্রতিযোগিতার আয়োজকদের ওপর।

নতুন মৌসুমে জার্মানির বুন্ডেসলিগা ও ফ্রান্সের লিগ ওয়ান এরই মধ্যে পাঁচ বদলির নিয়ম রেখে দেওয়ার কথা জানিয়েছে। তবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলি এই নিয়মের বিপক্ষে ভোট দেওয়ায় আগের মতো তিন জন বদলি নামাতে পারবে তারা।

আগামী শুক্রবার শুরু হবে লা লিগার এবারের আসর।