রামোসের গোলের রেকর্ড

ডিফেন্ডার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন স্পেনের সের্হিও রামোস। ছাড়িয়ে গেছেন আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার দানিয়েল পাসারেইলাকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2020, 12:27 PM
Updated : 7 Sept 2020, 12:27 PM

মাদ্রিদে রোববার উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের বিপক্ষে স্পেনের ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম গোলটি করে পাসারেইলার পাশে বসেন রামোস। আর দ্বিতীয় গোলটি করে জায়গা করে নেন ইতিহাসে। জাতীয় দলের হয়ে এটি তার ২৩তম গোল।

আর্জেন্টিনার হয়ে ১৯৭৬ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ক্যারিয়ারে ২২ গোল করেছিলেন পাসারেইলা।

স্পেনের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আট নম্বরে উঠে এসেছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার, বসেছেন কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোর পাশে।

রেকর্ডের বিষয়টি মাথায় নিয়েই খেলতে নেমেছিলেন অধিনায়ক রামোস। ম্যাচ শেষে তার কণ্ঠে ছিল নতুন ইতিহাস গড়ার উচ্ছ্বাস।

“জয় ও তিন পয়েন্ট পেয়ে আমি খুশি। এটা ছিল খুবই পেশাদারী পারফরম্যান্স। আর ব্যক্তিগতভাবে রেকর্ডের বিষয়টি আমার মাথায় ছিল, পাসারেইলাকে পেরিয়ে যাওয়ার ভাবনা। মূলত ডিফেন্ডার হলেও গোল করেও আমি দলে অবদান রাখতে পারি। আমি খুব খুশি।”

ডিফেন্ডার হিসেবে লা লিগায়ও সর্বোচ্চ গোলের রেকর্ড রামোসের। গত জুনে রোনাল্ড কুমানের ৬৭ গোলের রেকর্ড টপকে যান রিয়াল মাদ্রিদ অধিনায়ক।